আপনি কি একজন পরিশ্রমী ট্র্যাকিং প্রিয় মানুষ?
সুখবর!!!
আপনি কি ঢাকায় থেকে ট্র্যাকিং এর মজা নিতে চান? আপনি কি একজন কর্মজীবী অথবা ছাত্র যে কিনা সময়ের অভাবে পাহাড়ে ট্র্যাক করতে যেতে পারছেন না ? আপনি কি একজন পরিশ্রমী ট্র্যাকিং প্রিয় মানুষ?
তাহলে আপনার জন্য আছে সুবর্ণ সুযোগ 😂
কিছুই না শুধুমাত্র প্রয়োজন মনের অদম্য ইচ্ছা, কল্পনার বিশাল জগত। ইচ্ছা এবং কল্পনাকে কাজে লাগিয়ে একদিন অফিস অথবা ক্লাস এর পর বেরিয়ে পড়ুন, হাঁটতে থাকুন, চারপাশ দেখতে থাকুন,হতে পারে সেটা বিশ্ব রোড থেকে বাড্ডা হয়ে হাতিরঝিল দিয়ে মহাখালি অথবা ধানমন্ডি থেকে মিরপুর হয়ে কালশী! মাঝে মধ্যে দুই একটা ফ্লাইওভার আর ছোটখাটো দুইতিন টা ফুট ওভার ব্রিজ পাড় হয়ে যেতে পারেন গন্তব্য স্থলে অথবা অজানা কোন চিপা গলি বা কোন সুয়ারেজ পাইপের বাঁকে! কিছু শুকনা খাবার আর এক বোতল পানি সাথে নিয়ে দুই থেকে তিন ঘণ্টায় হয়ে যেতে পারে আপনার জীবনের স্মরণীয় ট্র্যাকিং!!!
#travel #xplore #live
Post Copied From:Mohtadi Shahrier Maudood>Travelers of Bangladesh (ToB)