কালোপোখারি -ভারত

কালোপোখারি
কালোপোখারি, একটা অদ্ভুত যায়গা। সান্দাকুফু সামিট এর, ঠিক আগের বিশ্রাম বা রাত্রি বাসের স্থান। এখানে কখন ঘন কুয়াসার চাদরে ঢাকা থাকে, শীতে জুবথুব হয়ে বসে থাকতে হয়, আর কখন ঘন কালো মেঘ ছেকে ধরে অবিরাম বৃষ্টি নামায়, আর কখন ঝলমলে রোদ হেসে সবাইকে উষ্ণতার আনন্দ দিয়ে যায় তার কোন ঠিক নেই।
এখানে একই যায়গায় বসে নানা রকম প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা যায়। হয়তো আপনি ১০ হাজার ফুট উপরের যে চূড়ায় বসে আছেন সেখানে আছে প্রাচীন আর প্রাকৃতিক এক লেক! যেটা স্থানীয়দের কাছে বিধাতার আশীর্বাদ বা পবিত্র লেক। পাশেই হয়তো ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে, কিন্তু দূরের সান্দাকুফুর চূড়ায় কাঞ্চনজঙ্ঘা রোদের ঝিলিকে ঝলমল করছে! আবার হয়তো নিচের টুমলিং, শীতের কুয়াসায় ঢেকে আছে!
কালোপোখারি একটা অদ্ভুত যায়গা, আমার অভিজ্ঞতায়। যেখানে একই সাথে, একই যায়গায় বসে নানা রকম প্রকৃতি দেখা যায়। মেঘ-বৃষ্টি-শীত-কুয়াসা-রোদ-সবুজ পাহাড়-পাথুরে পাহাড় আর বরফে মোড়া পর্বত মালা আর পবিত্র কোন লেক!
ঢাকা-শিলিগুড়ি-দার্জিলিং-মানেভাঞ্জন-ধোত্রে-টংলু-টুমলিং-গাইরিবাস-কালোপোখারি।

Share:

Leave a Comment