গাদা ফুলের বাগান

গাদা ফুলের বাগান। পিছনে যে বিশাল মাঠ দেখা যাচ্ছে জানুয়ারীর মাঝামাঝিতে সেখানটা জুড়ে থাকে নানা ফুলের সমাহার। গ্লাডিওলাস, জারবেরা, গোলাপ, গাদাসহ আরো কত ফুল।

আমি গিয়েছিলাম ২৫ নভেম্বর তখন সব মাঠেই ফুলের গাছ লাগানো হচ্ছে। স্থানীয় চাষী বললো, “আসবেন জানুয়ারীতে তখন দেখবেন শুধু ফুল আর ফুল। টিভিতে যে ফুলের ছবি দেখেন সব এই খানের। শয়ে শয়ে মানুষ আসে এই ফুল দেখতে।”

এক ভ্যান চালক জানালো, “২৪ তারিখ মানে আমি যাওয়ার আগের দিন শুক্রবারেও নাকি ৫০০ মানুষ আসছে ফুল দেখতে।”

এখন গেলে কিছু জারবেরা বাগান আর গ্লাডিওলাস পাবেন। গোলাপ তেমন দেখা যাবে না কারন খুব ভোরেই সব গোলাপ কেটে নিয়ে যাওয়া হয় বিক্রির উদ্দ্যশ্যে।

যাওয়ার উপায়ঃ

ঢাকা/যেকোন জেলা থেকে বাস/ট্রেনে যশোর। যশোর থেকে গদখালি মোড়। গদখালি মোড় থেকে ভ্যানে ১০টাকা ভাড়ায় পানিসারা ফুলের বাগান।

Post Copied From:Himel Hasan‎>Travelers of Bangladesh (ToB)

Share:

Leave a Comment