ঘুরে আসলাম সিকিম সৌন্দর্যের এক মহিময়

Sikkim Nationalised Transport (SNT) Complex, Siliguri এর Sikkim Tourism Office থেকে পারমিট নেয়া সবচেয়ে সহজ। বিনামূল্যে অনুমতি পাওয়া যায়। ট্যুরিজম অফিস রবিবার বন্ধ। বাসের টিকিট ওখান থেকেই কাটতে হবে, টিকিটের দাম 150 থেকে 250 রুপি পর্যন্ত আছে। বাইরে শেয়ার্ড জিপ পাওয়া যায় তবে ওগুলোর ভাড়া সিন্ডিকেটে চলে 250 থেকে 500 রুপি লাগতে পারে। তাই বাসের টিকিট কেটে নিয়ে অনুমতি করতে যাওয়া ভালো, এসি বাসও আছে। বাস বা জীপ এ করে পৌঁছতে সময় লাগে 5 ঘন্টার কাছাকাছি। মাঝপথে Rangpo Check Post এ পাসপোর্টে সিল মেরে আনতে হবে। এখান থেকেও বিনামূল্যে সিকিম ঢোকার অনুমতি নেয়া যায়।

জীপ নামিয়ে দিবে দেওড়ালি ট্যাক্সিস্ট্যান্ড এ। আর বাস নামিয়ে দিবে গ্যাংটক এর SNT কমপ্লেক্সে। দু জায়গা থেকেই ট্যাক্সি নিয়ে আপনি যেতে পারেন M.G. Marg এ। এটাই গ্যাংটকের প্রাণকেন্দ্র। এখানে হোটেল আছে অনেক। অন্যদিকের তুলনায় ভাড়া কিছুটা বেশি। তবে এখানে থাকার মজাই আলাদা। অন্যদিকেও চাইলে থাকতে পারেন। সবখানেই হোটেল ভালো। আমরা ছিলাম Hotel Bayul এ একদম M. G. Marg এর উপর। চারজনের রুমের ভাড়া নিয়েছিল 1800রুপি। অফ সিজনে একটু কম হবে হয়তো। পুরো হোটেল বাঙালি লোক দিয়ে চলে। গ্যাংটকে পৌঁছতে পৌঁছতে সাধারণত বিকেল হয়ে যায়। তাই ওইদিন রেস্ট নিয়ে M. G. Marg ঘুরে নেয়াই ভালো।

সিকিম এর চারটে ভাগ
1. East Sikkim- Gangtok, Tsogmo Lake(Changu Lake), Baba Mandir, Nathula Pass
2. West Sikkim- Pelling
3. North Sikkim- Lachung, Lachen, Yumthang Valley, Zero Point, Gurudongmar Lake, Thangu Valley
4. South Sikkim- Solophok Chardham, Namchi
অভারতীয়রা বর্ডারের কাছের এলাকায় যেতে পারেনা। তাই এই লিস্টের Baba Mandir, Nathula Pass, Gurudongmar Lake আমাদের জন্য বাদ।
এবার আসি এইদিক গুলোতে যাওয়ার খরচ কত করে-
গ্যাংটক এর ভিতর অনেকগুলো জায়গা আছে যেগুলো অনেক সুন্দর এগুলো দেখতে একটা দিন চলে যায়। চারজন বসা যায় এমন গাড়ি বা ট্যাক্সি নিলে ভাড়া পড়বে 2000রুপি। আলাদা পার্কিং খরচ আর টিকিট খরচ আছে।
Baba Mandir, Nathula Pasa, Tsomgo Lake একই রোডে। আমরা যেতে পারবো শুধু Tsomgo Lake। অভারতীয়দের এখানে যেতে গাইড নিতে হয়। 7 জন (গাইড সহ) বসতে পারে এরকম গাড়ির ভাড়া+গাইড খরচ+অনুমতি খরচ মিলে 5500-6500 রুপি। সময় লাগবে পুরো সকাল-সন্ধ্যা। 12400 ফুট উপরে কেবলকার আছে যার ভাড়া 325 রুপি প্রতিজন। ইয়াক রাইড করা যায় এখানে।

Gurudongmar Lake আমরা যেতে পারবো না তাই Lachen যাওয়া হয়নি। Lachung গিয়ে একরাত থেকে Yumthang Valley ঘুরে আবার গ্যাংটক আসতে হয়। এখানেও গাইড প্রয়োজন।
7 জন (গাইড সহ) বসতে পারে এরকম গাড়ির ভাড়া+গাইড খরচ+অনুমতি খরচ+দুবার লাঞ্চ+একবার ডিনার+একবার নাস্তা মিলে 15000-18000রুপি লাগে। জিরো পয়েন্ট যেতে আলাদা 3000 রুপি লাগে।
প্রতিবেলা 4 জনের খাবার ছিল। মানুষ কমবেশি হলে কিছু খরচ কমবে বা বাড়বে।

Namchi আর Pelling এ যাওয়া হয় নি। কারণ যথেষ্ট আকর্ষণীয় মনে হয়নি আমরা কাছে।

গ্যাংটক এ একবেলা খেতে খরচ পড়বে 150-200রুপি। তবে এটা আপনার উপর নির্ভর করে। চাইলে 60 রুপিদিয়ে খেয়ে নিতে পারেন চাইলে 2000 রুপিতেও খেতে পারেন।

বি:দ্র:
*গ্যাংটকে প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ। ধূমপান করলে 5000 রুপি জরিমানা।
*সিকিমের ভেতরে ঘুরার অনুমতি ট্রাভেল এজেন্সি দিয়ে করানোটাই সহজ। একদিন আগে জমা দিতে হয় কাগজ। নিজে করতে গেলে একদিন নষ্ট হবে ঘুরতে যাওয়ার আগে। (অভারতীয়রা নিজেরা করতে পারে কিনা তা জানা নেই আমার)।
*আমরা Tsomgo Lake গিয়েছি Toyota Innova দিয়ে আর Lachung গিয়েছি Mahindra Xylo তে করে। দুটো গাড়িই খুব ভালো।
Tata Sumo নিলে একজন হয়তো বেশি বসা যাবে কিন্তু এই গাড়ি আরামদায়ক না। পাহাড়ি রাস্তায় গাড়ি ভালো না হলে শরীরে চাপ বেশি হবে। Tata Sumo নিলে খরচ 1000-1500 রুপি কমে আসবে গাড়ি ভাড়া থেকে।
*রাস্তায় বেশি বরফ থাকায় আমরা Yumthang Valley যেতে পারিনি। জীবনের ঝুঁকি নিয়ে যাওয়ার প্রয়োজন নেই। আমাদের যাওয়ার আগের দিনই একটা গাড়ি খাদে পড়েছিল। আমরা ওই গাড়ি পড়ে থাকতে দেখেছি। বেশি সাহস করে ড্রাইভারকে বলে যাওয়ার কোনো মানে হয় না।
*সিকিমের সবচেয়ে সুন্দর আবহাওয়া থাকে এপ্রিল-মে তে।
*অযথা আপনাকে রাবারের জুতো-হাতমুজো আর জ্যাকেট ভাড়া নিতে বলবে, আপনি উঁচু ওয়াটারপ্রুফ জুতো, হাতমুজো, জ্যাকেট নিয়ে আসলে সাধারণ কাজও চলবে আবার বরফ ধরতেও পারবেন, হাটতেও পারবেন, শুতেও পারবেন।

Share:

Leave a Comment

Shares