ঘুরে আসুন কোলকাতার কিছু দর্শনীয় জায়গায়

আমাদের প্রতিবেশী দেশ ভারতের একটি শহর কলকাতা, যা কিনা শুধু কেনাকাটা আর চিকিৎসার প্রয়োজনেই যাওয়া হয়।
কিন্তু আপনি জানেন কি এর প্রাগঐতিহাসিক স্থাপনা ও নয়নাভিরাম সুন্দর স্থান সমূহ? তাই আপনার জ্ঞাতার্থে শপিং সহ নানান বৈচিত্র্যময় ও উপভোগ্য ভ্রমণ প্লান নিয়ে আমরা এনেছি এক অভাবনীয় প্যাকেজ।

Day 01:
রবীন্দ্র সরোবর লেক
বিরলা মন্দির
নেতাজি ভবন
জোড়াসাঁকো ঠাকুরবাড়ি (সকালে মিউজিউয়াম দর্শন এবং সন্ধায় লাইট এন্ড সাউন্ড শো )
নন্দন ও রবীন্দ্র সদন
বাংলা একাডেমী
সেইন্ট পল ক্যাথিড্রাল
বিরলা তারামণ্ডল (মঞ্চ শো)

Day 02:
ইন্ডিয়ান মিউজিয়াম
ভিক্টোরিয়া মেমোরিয়াল
ইডেন গার্ডেন
ময়দান (বিকেলের আড্ডা ও ঘোড়ার গাড়িতে চড়া)
হাওড়া ব্রিজ
হুগলী ব্রিজ/বিদ্যাসাগর সেতু
প্রিন্সেপ ঘাট
Day 03:
আলীপুর জু
বোটানিক্যাল গার্ডেন
নিউ মার্কেট শপিং
পার্ক স্ট্রিটে নাইট লাইফ

Day 04:
সাইন্স সিটি
নিকে পার্ক
আইনক্স (কুএস্ট মলে) মুভি দেখা
কুএস্ট মলে বিখ্যাত সব ব্রান্ডের শপিং

Day 05:
একুয়াটিকা
স্নো-পার্ক
ইকোপার্ক
ওয়াক্স মিউসিয়াম

Day 06:
কলকাতার বিখ্যাত খাবারের ফুড সাফারি
কলেজ স্ট্রীট
কফি হাউস
কুমুরটুলি (মূর্তি কারখানা)
সোভাবাজার রাজবাড়ি
মার্বেল প্যালেস
সিমেন্ট্রি
রেসকোর্স
ন্যাশনাল লাইব্রেরী
ট্রামে করে শহর ভ্রমণ
টানা রিক্সায় ভ্রমণ

Day 07:
বড় বাজার শপিং
গড়িয়াহাট স্ট্রীট মার্কেট
হাতিবাগান শপিং
আরসালানের কাচ্ছি ও কাবাব ভোজন

এই প্যাকেজটি হিজ হিজ-হুজ হুজ ভিত্তিতে করা।
আবার কেও ঝামেলা এড়িয়ে যেতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন।

Source: Nazmul Alam Chopol‎ <TOB helpline

Share:

Leave a Comment