তামাক ঘর, প্রাগপুর,কুস্টিয়া

বৃহত্তর কুস্টিয়া অঞ্চলে প্রচুর তামাক চাষ হয়।এই বিশেষ ধরনের ঘরে (চিমনি যুক্ত) তামাক পাতা পুড়ানো হয়।মাথাভাংগা নদীর উপরে এই সাঁকো পার হলেই রামকৃষ্ণপুর চরে গেলে মিলবে এই তামাক ঘর।অবশ্য এই ধরনের তামাক ঘর মিরপুর, ভেড়ামারা, দৌলতপুর উপজেলায় অনেক পাবেন।তবে এই রামকৃষ্ণপুর গেলে চরের পর পদ্মা পার হলে ইন্ডিয়া বর্ডার দেখা যাবে, এখানে কিন্তু বিদ্যুৎ নেই পুরা নিখাদ গ্রাম, চরে প্রচুর বাদাম হয়। জায়গা টা আসলে ঘুরার জন্য স্পেশাল না কিন্তু ব্যতিক্রমধর্মী কিছু জিনিষ পাবেন! জিকে খাল দেখে তিলে খাজা, কুলফি খাবেন।কুস্টিয়া শহরে হরিপুর সেতু দেখতে ভুলবেন না।
ঢাকা হতে শ্যামলি/ফাতেমা বাস সরাসরি প্রাগপুর (দৌলতপুর) যায়।কুস্টিয়া হতে প্রাগপুর ৫০ কিমি এর মত, লোকাল বাস/ সিএনজি চলে, হোটেলে থাকতে হলে কুস্টিয়া আসতে হবে

Post Copied From:A Al Mamun Rony‎>Travelers of Bangladesh (ToB)

Share:

Leave a Comment