দৃষ্টিনন্দন নিজাম-হাসিনা মসজিদ

ভোলায় এই যাবৎকালে তথা দক্ষিণাঞ্চলের নির্মিত হয়েছে সর্ববৃহৎ অত্যাধুনিক নিজাম-হাসিনা ফাউন্ডেশন মসজিদ। শহরের উকিল পাড়ায় প্রায় দেড় একর জমির ওপর নিজাম-হাসিনা মসজিদটি নির্মিত। চোখজুড়ানো বাহারি কারুকাজ আর সৌর্ন্দয্যমন্ডিত মসজিদটি দেখতে প্রতিদিন হাজার হাজার মানুষ ভীড় জমান এবং শুক্রবারের জুম্মা আদায় করতে দূর দুরান্ত থেকে অনেকে এখানে ছুটে আসেন। নানা রঙয়ের মার্বেল পাথরসহ বিভিন্ন পাথরে কারুকাজ দ্বারা নির্মিত দুইতলা বিশিষ্ট এই মসজিদে রয়েছে পুরুষ ও নারীদের জন্য আলাদা অজুখানা এবং নামাজের ব্যবস্থা ২০১০ সালের জুন মাসে মসজিদের নির্মাণ কাজ শুরু হয়। এ পর্যন্ত ৫২ হাজার শ্রমিক মসজিদ নির্মাণ কাজে অংশ নেয়। একসঙ্গে ২ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারে এই মসজিদে।

যেভাবে যাবেনঃ দেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকা সদরঘাটের রাতের লঞ্চে বরিশাল আসতে হবে। কেবিন, ডাবল বেডের কেবিন অথবা ডেকে করেও আসতে পারেন। ডেকের ভাড়া ১৫০ টাকা। বরিশাল সদরঘাটে নেমে সকালের নাস্তা করে ভোলাগামী লঞ্চে ভেদুরিয়া ঘাট পর্যন্ত। ভাড়া জনপ্রতি ৮০ টাকা। ভেদুরিয়া ঘাট থেকে অটোতে করে ভোলা সদরের উকিল পাড়া। ভাড়া জনপ্রতি ৪০ টাকা।

**যেখানেই যাই না কেনো আপনার দ্বারা যাতে পরিবেশের কোনো ক্ষতি না হয় সে ব্যাপারে লক্ষ রাখবেন **
Source: Kowsar Ahmed Kaif‎<Travelers of Bangladesh (ToB)

Share:

Leave a Comment