দেখে আসুন নরসিংদী জেলার কিছু বাংলার প্রত্নতাত্ত্বিক নির্দশন
কি কি দেখবেন?
#লক্ষন সাহার জমিদার বাড়ি এবং
#পবিত্র কোরআনের প্রথম বাংলা অনুবাদক ভাই গিরিশচন্দ্র সেনের বাস্তুভিটা।
তবে সময় পেলে ওয়ারী বটেশ্বর যেতে পারেন।
★★যেভাবে যাবেন:-
ঢাকার মহাখালী হতে নরসিংদী /ভৈরবগামী যে কোন বাসে পাঁচদোনা মোড় নামবেন ভাড়া ৮০টাকা ।
পাঁচদোনার মোড়ের খুব কাছেই গিরিশ চন্দ্র সেনের বাড়ি হেটেই যেতে পারবেন।আর সেখানে গিয়ে তার ব্যবহৃত জিনিসপাতি দেখতে পারবেন।
লক্ষন সাহার বাড়ি যাবার জন্য পাঁচদোনা মোড় থেকে লোকাল CNG দিয়ে যেতে হবে ডাঙ্গা নামক স্থানে ভাড়া ৩০টাকা । তারপর ডাঙ্গা বাজার থেকে রিক্সা নিয়ে চলে যাবেন লক্ষন সাহার জমিদার বাড়ি তবে বর্তমানে এটি উকিল বাড়ি হিসাবে পরিচিত।
**আমার মতে ট্রেনে যাওয়া ভালো মাত্র ৪০মিনিট লাগে
Post Copied From: MD Mehedi Hasan Khan > Travelers of Bangladesh (ToB)
Tags: