পঞ্চগড় জেলা ভ্রমণ

জেলা পরিচিতি :

ভৌগলিক অবস্থান : ২৬-২০ উত্তর অক্ষাংশে এবং ৮৮.৩৪ পূর্ব দ্রাঘিমাংশে পঞ্চগড় জেলার অবস্থান।

আয়তন : ১,৪০৪.৬৩ বর্গ কিঃমিঃ।

বিভাগ : রংপুর

উপজেলা (৫টি): বোদা, দেবীগঞ্জ, আটোয়ারী, তেঁতুলিয়া, পঞ্চগড় সদর।

নদী : পঞ্চগড় সদরঃ করতোয়া, তালমা, চাওয়াই, পাঙ্গা, কুরুম, পাম

বোদাঃ পাথরাজ, ঘোড়ামারা
দেবীগঞ্জঃ মরা তিস্তা, আতরাই, ভূল্লী
আটোয়ারীঃ নাগর, সিংগিয়া, বহু, রসেয়া
তেঁতুলিয়াঃ মহানন্দা, ডাহুক, তিরনই, রনচন্ডি, বেরং, জ়োড়াপানি, সাও

 

দূর্যোগ প্রবণ এলাকা কিনা : না।

 

দর্শনীয় স্থান :

১.     নাম : বার আউলিয়া মাজার শরীফ

কিভাবে যাওয়া যায় : রাজধানী ঢাকা হতে ডে/নাইট কোচ যোগে সরাসরি আটোয়ারী উপজেলা বাস ষ্ট্যান্ড।আটোয়ারী থেকে বাসযোগে মির্জাপুর ৬ কিলোমিটার। মির্জাপুর হতে পূর্বদিকে রিক্সা/ভ্যানযোগে ৩ কিলোমিটারবার আউলিয়া মাজার শরীফ। রাজধানী ঢাকা’র কমলাপুর রেল ষ্টেশন হতে সরাসরি দিনাজপুর ষ্টেশন। অতঃপরদিনাজপুর হতে কিসমত (আটোয়ারী) রেল ষ্টেশন হয়ে বাস/রিক্সা/ভ্যানযোগে ৬কিলোমিটার আটোয়ারী উপজেলা।আটোয়ারী থেকে বাসযোগে মির্জাপুর ৬ কিলোমিটার। মির্জাপুর হতে পূর্বদিকে রিক্সা/ভ্যানযোগে ৩ কিলোমিটারবার আউলিয়া মাজার শরীফ।

অবস্থান : বার আউলিয়া, মির্জাপুর, আটোয়ারী, পঞ্চগড়।

 

২.          নাম : মির্জাপুর শাহী মসজিদ

কিভাবে যাওয়া যায় : রাজধানী ঢাকা হতে ডে/নাইট কোচ যোগে সরাসরি আটোয়ারী উপজেলা বাস ষ্ট্যান্ড।আটোয়ারী থেকে বাসযোগে মির্জাপুর ৬ কিলোমিটার। মির্জাপুর হতে পূর্বদিকে রিক্সা/ভ্যানযোগে ১কিলোমিটারমির্জাপুর শাহী মসজিদ। রাজধানী ঢাকা’র কমলাপুর রেল ষ্টেশন হতে সরাসরি দিনাজপুর ষ্টেশন। অতঃপরদিনাজপুর হতে কিসমত (আটোয়ারী) রেল ষ্টেশন হয়ে বাস/রিক্সা/ভ্যানযোগে ৬কিলোমিটার আটোয়ারী উপজেলা।আটোয়ারী থেকে বাসযোগে মির্জাপুর ৬ কিলোমিটার। মির্জাপুর হতে পূর্বদিকে রিক্সা/ভ্যানযোগে ১ কিলোমিটারমির্জাপুর শাহী মসজিদ।

অবস্থান : মির্জাপুর, আটোয়ারী, পঞ্চগড়।

 

৩.         নাম : মহারাজার দিঘী

কিভাবে যাওয়া যায় : পঞ্চগড় কেন্দ্রীয় বাস টার্মিনাল হতে তেঁতুলিয়াগামী বাসযোগে বোর্ড অফিস নামক স্থান হয়েরিক্সা/ভ্যান যোগে পূর্বদিকে ০৫ কিলোমিটার।

অবস্থান : ভীতরগড়, পঞ্চগড় সদর, পঞ্চগড়।

 

৪.          নাম : রকস্ মিউজিয়াম

কিভাবে যাওয়া যায় : পঞ্চগড় কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে রিক্সাযোগে পঞ্চগড় সরকারী মহিলা কলেজ। পঞ্চগড়সরকারী মহিলা কলেজে রকস্ মিউজিয়ামটি অবস্থিত।

অবস্থান : পঞ্চগড় সরকারী মহিলা কলেজ, পঞ্চগড়।

 

৫.          নাম : ভিতরগড় দুর্গনগরী

কিভাবে যাওয়া যায় : পঞ্চগড় কেন্দ্রীয় বাস টার্মিনাল হতে তেঁতুলিয়াগামী বাসযোগে বোর্ড অফিস নামক স্থান হয়েরিক্সা/ভ্যান যোগে পূর্বদিকে ০৫ কিলোমিটার।

অবস্থান : ভীতরগড়, পঞ্চগড় সদর, পঞ্চগড়।

 

৬.     নাম : বাংলাবান্ধা জিরো পয়েন্ট

কিভাবে যাওয়া যায় : ঢাকা থেকে পঞ্চগড়গামী পরিবহনে পঞ্চগড় এসে পঞ্চগড় থেকে লোকার বাস, প্রাইভেট বামাইক্রো ভাড়া করে ৫৫ কি. মি. দুরত্ব অতিক্রম করে বাংলাবান্ধা যাবার পর এই জিরো পয়েন্টটি দর্শন করা যাবে।

অবস্থান : বাংলাবান্ধা, তেঁতুলিয়া, পঞ্চগড়।

 

৭.          নাম : ভিতরগড়

কিভাবে যাওয়া যায় : পঞ্চগড় সদর উপজেলা হতে ১৫ কি.মি অতিক্রম করার পর ১ নং অমরখানা ইউনিয়নে এইভিতরগড় এর অবস্থান। ভারতের সীমান্ত সংলগ্ন এই ভিতরগড়।

অবস্থান : পঞ্চগড় সদর উপজেলার ১ নং অমরখানা ইউনিয়নে।

 

৮.     নাম : মিরগড়

কিভাবে যাওয়া যায় : পঞ্চগড় সদর উপজেলা হতে ৫ কি. মি. দক্ষিণে ধাক্কামারা ইউনিয়নে অবস্থিত।

অবস্থান : ধাক্কামারা, পঞ্চগড় সদর, পঞ্চগড়।

 

৯.         নাম : পঞ্চগড় এর এশিয়ান হাইওয়ে

কিভাবে যাওয়া যায় : পঞ্চগড় থেকে তেঁতুলিয়া পর্যন্ত প্রায় ৫৫ কি.মি. এশিয়ান হাইওয়ে নান্দনিক সৌন্দর্য়ে ভরা।

অবস্থান : পঞ্চগড় থেকে তেঁতুলিয়া পর্যন্ত।

১০.        নাম : গোলকধাম মন্দির

কিভাবে যাওয়া যায় : গোলকধাম মন্দিরটি পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার শালডাংগা ইউনিয়নেরশালডাংগা গ্রামে অবস্থিত। মন্দিরটি ১৮৪৬ সালে নির্মিত হয়। দেবীগঞ্জ উপজেলা সদর হতে প্রায় ১২ কিঃ মিঃ হতেউত্তর পশ্চিমে মন্দিরটি অবস্থিত।

অবস্থান : পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার শালডাংগা ইউনিয়নের শালডাংগা গ্রামে অবস্থিত

 

১১.        নাম : তেঁতুলিয়া ডাক-বাংলো

কিভাবে যাওয়া যায় : পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলা সদরে অবস্থিত। পঞ্চগড় সদর উপজেলা হতে ৫৫কি.মি. সড়কপথে তেঁতুলিয়া সদর উপজেলার মহানন্দা নদীর পাড় ঘেষে এই ডাকবাংলো অবস্থিত।

অবস্থান : পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলা সদরে অবস্থিত।

 

১২.        নাম : মহারাজার দিঘী

কিভাবে যাওয়া যায় : পঞ্চগড় শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার উত্তরে পঞ্চগড় সদর উপজেলাধীন অমরখানাইউনিয়নে অবস্থিত।

অবস্থান : পঞ্চগড় সদর উপজেলাধীন অমরখানা ইউনিয়নে অবস্থিত

 

যোগাযোগ ব্যবস্থা :

ট্রেন : রেলপথে আসতে হলে ঢাকা কমলাপুর স্টেশনে দিনাজপুর গামী আন্তনগর ট্রেনে উঠে দিনাজপুর স্টেশনেনেমে রিক্সা নিয়ে কেন্দ্রিয় বাস টার্মিনালে এসে পঞ্চগড় গামী গেইটলক বাস ধরে পঞ্চগড়ে আসা যাবে।

বাস : নাবিল পরিবহন, হানিফ পরিবহন, শ্যামলী পরিবহন, বাবলু এন্টারপ্রাইজ

 

আবাসন : পঞ্চগড় সার্কিট হাউজ – মিঠাপুকুর, পঞ্চগড়, জেলা পরিষদ ডাকবাংলো – জেলা পরিষদ অফিস চত্ত্বর, হিলটন বোর্ডিং – পঞ্চগড় বাজার, ইসলাম আবাসিক হোটেল – পঞ্চগড় বাজার, হোটেল অভিনন্দন – বিডিআরক্যাম্প সংলগ্ন,  ধাক্কামারা, পঞ্চগড়, মুন স্টার হোটেল – বোদা বাজার।

 

 

তেঁতুলিয়াঃ মহানন্দা, ডাহুক, তিরনই, রনচন্ডি, বেরং, জ়োড়াপানি, সাও

Share:

Leave a Comment