পার্বত্য জেলা পরিষদ হর্টিকালচার পার্ক, খাগড়াছড়ি

বাংলাদেশের ৩ পার্বত্য জেলার মধ্যে খাগড়াছড়ি অধিক পরিচিত। ঐতিহাসিক আলুটিলা গুহা, রিসাং ঝর্ণা এবং মং রাজবাড়ির পাশাপাশি সাম্প্রতিক সময়ে প্রতিষ্ঠিত এই হর্টিকালচার পার্ক পর্যটকদের খুবই পছন্দের পর্যটনকেন্দ্রে স্থান করে নিয়েছে।
আলুটিলা গুহার থেকে মাত্র ৪ কিলোমিটার দূরত্ব হওয়ায় এক প্যাকেজে দুটি জায়গাই ভ্রমণের সুযোগ পাবেন।

একটি পার্কে একই সাথে রয়েছে ঝুলন্ত ব্রিজ, কিডস জোন, সবুজ বেস্টনী, কৃত্রিম হৃদ, পিকনিক স্পট, খোলা স্পেসে অনুষ্ঠান করার সুযোগ।

মাত্র ২০ টাকা প্রবেশ ফিতে প্রবেশ করা যাবে।
পার্কের সম্মুখভাগেই রয়েছে সব ধরণের খাবারের সুব্যবস্থা।

যেভাবে যাবেন :
চট্টগ্রামের অক্সিজেন মোড় থেকে শান্তি বাস বা খাগড়াছড়ির লোকাল বাস রয়েছে, যা থেকে নামা যাবে একেবারে হর্টিকালচার পার্কের সামনেই।
ভাড়া মাথাপিছু ১৫০ থেকে ১৬০ টাকা নিবে।
হাইওয়ে থেকে ২ মিনিট সময় নিয়ে উঠতে হবে পার্কে।

পার্কের অভ্যন্তর ভাগটি খুবই পরিচ্ছন্ন এবং মনোরম।
পার্কের সৌন্দর্য রক্ষায় আপনারও কিছু করণীয় রয়েছে। করণীয়গুলো পালন করে পার্কের অভ্যন্তরীণ পরিবেশ আরো সুন্দর রাখতে আপনিও অবদান রাখতে পারেন।

Source:  Mohammad Moin‎ <ravelers of Bangladesh (ToB)

Share:

Leave a Comment