প্রকৃতি কন্যা
প্রকৃতি কন্যা নামে পরিচিত সিলেটের জাফলং। মূল শহর থেকে ৬২ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষে যার অবস্থান।
পিয়াইন নদীর সচ্ছ পানি, সীমান্ত ঘেঁষে আকাশের দিকে হেলে পরা ডাইকি পাহাড়, নানা রঙের নুড়ি পাথর, ডাউকি ব্রিজ, অপরুপ মেঘরাশি সব মিলে এক অন্যরকম ভাললাগা। শীত অথবা বর্ষা সব সময় ঘুরার জন্য জাফলং উপযুক্ত সময় হতে পারে, বর্ষায় দূর হতে ঝর্নাধারা বেশ উপভোগ্য আবার শীতের স্নিগ্ধতা এনে দেয় শান্ত সবুজ সমারোহ।
Post Copied From:M.i. Shatil>Travelers of Bangladesh (ToB)
Tags: