মনকে শান্ত রাখতে এর চেয়ে ভালো জায়গা পাবেন

মনকে শান্ত করার জন্য এমন জায়গাগুলো কিন্তু কম নয়।
এটা আমাদের রাজবাড়ীর একটা জায়গা। নাম- বারেকগ্রাম (বারীগ্রামও বলে)।
সরকারি আশ্রয়ণ প্রকল্পের আশপাশ জুড়ে বিস্তীর্ণ বিল, ক্ষেত। মাঝখান দিয়ে রাস্তা। রাস্তার পাশে দিয়ে ছোট্ট খালের মতো হড়াই নদী।
সেখানকার একটা অংশের ছবি এগুলো।

খুব সাধারণের মধ্যে অসাধারণ এক জায়গা এটি। তাড়াহুড়া না করে মনকে শান্ত করবার জন্য, প্রকৃতির সাথে মিশে যাওয়ার জন্য অনন্য এক জায়গা।

যাদের হাতে সময় আছে, তারা ঘুরে যেতে পারেন।
*******
ঢাকা থেকে রাজবাড়ীর অনেক পরিবহণ আছে। ২৫০ টাকায় চলে আসা যায়। ভেঙে এলে ১৫০ লাগবে। রাজবাড়ী নতুনবাজার বাসস্ট্যান্ড থেকে মাহেন্দ্রতে ২০ টাকা করে বহরপুর বাজার। সেখান থেকে অটো, ভ্যান বা মাহেন্দ্র নিয়ে ৩-৪ কিলো আশ্রয়ণ প্রকল্প ও বারেকগ্রাম।
অথবা রাজবাড়ী নেমেই একবারে অটো ভাড়া করে নেয়া যায়। আপ-ডাউন ৪০০-৫০০ দিলেই হবে।
নিজেরা প্রাইভেট কার, মাইক্রোবাস, মোটরসাইকেল আনলে হবে সোনায় সোহাগা।

অন্য কোনো প্রশ্ন থাকলে জানাবেন।

রাজবাড়ী শহরের আশপাশেও ন্যাচারালি মোটামুটি সুন্দর জায়গা আছে। থাকার জন্য আবাসিক আছে ভালো। সেই সাথে আছে বিখ্যাত রাজবাড়ীর চমচম। চ্যালেঞ্জ করে বলতে পারবো এমন চমচম আপনি আর কোথাও খাননি।

Share:

Leave a Comment