মন মাতানো একটি ভোরের গল্প : নীলাচল

নীলাচল বাংলাদেশের বান্দরবান জেলায় অন্যতম দর্শনীয় স্থান। এখানে নীলাচল পর্যটন কমপ্লেক্স বান্দরবান জেলা প্রশাসনের তত্ববধায়নে বান্দরবান শহর থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে টাইগারপাড়ার পাহাড়চূড়ায় গড়ে তোলা হয়েছে আকর্ষণীয় এই পর্যটন কেন্দ্র। নীলাচল থেকে পুরো বান্দরবান শহরকে দেখা যায়। আকাশ পরিষ্কার থাকলে কক্সবাজার সমুদ্রসৈকতের এক ঝলকও দেখতে পাওয়া যায়।

গল্পের শুরুটা …
চারদিকে দিগন্ত বিস্তৃত পাহাড়ের ঢালে কোথাও আঁকা-বাঁকা রাস্তা, পাহাড়ী পাড পেরিয়ে নীলাচলে পৌছানো, তখন ভোর ৬.00টা হবে, পৌছেই দেখতে পেলাম ভোরে মেঘের কোল ঘেঁষে অপরূপ রূপ নিয়ে সূ্র্যের উদয়। পাহাড়ের ভাঁজে ভাঁজে দুধসাদা মেঘের ঢেউ । ঐ দূর দূরান্তে পাহাড়ের গা ঘেষে বয়ে চলা আঁকাবাঁকা নদী। মন জুরানো আর মন মাতানোর জন্য আর কি কিছু প্রয়োজন আছে!

নীলাচলে একটি সূর্যদ্বয় জীবনের অর্থ বদলে দিতে পারে। জীবনকে ভালোবাসতে শেখাতে পারে নতুন করে।
প্রতিদিনের কোলাহলময় জঞ্জালের জীবন থেকে একটু অবসর নিতে গিয়েছিলাম পাহাড়ের রাজ্যে বান্দরবান। পরদিন ভোরে নীলাচল আমায় দিল জীবনের অভাবনীয়, অকল্পনীয় এক সৌন্দর্যের সম্ভারেপূর্ণ ভোর। জীবনে অনেক সূর্যদ্বয় দেখেছি তবে নীলাচলের সূর্যদ্বয় স্রষ্টার এক অনন্য সৃষ্টি হিসেবে হৃদয়ে গেঁথে থাকল।

source: রাখি দোজা <Travelers of Bangladesh (ToB)

Share:

Leave a Comment