মহামায়া লেক,ঠাকুরদিঘী

মিরসরাইয়ের সবচেয়ে বড় আকর্ষণ এই মহামায়া লেক। চারদিকে পাহাড় আর লেকের অপরূপ সৌন্দর্য,সাথে স্বচ্ছ নীলচে পানি মুগ্ধ করার মতো। লেকের ওপাড়ে রয়েছে পাহাড়ি ঝর্ণাধারা।

কীভাবে যাবেন :

চট্টগ্রামের অলংকার কিংবা একে খান বাস স্ট্যান্ড থেকে ঢাকাগামী কোনো লোকাল বাসে উঠে পড়বেন। ভাড়া ৮০-১০০ টাকা পড়বে। মিরসরাই অতিক্রম করে একটু সামনে ঠাকুরদিঘী পাড়ে এই লেকটি। ড্রাইভারকে “মহামায়া লেক” বললেই ওরা স্পেসিফিক জায়গায় নামিয়ে দিবে। সেখান থেকে রিক্সা কিংবা সিএনজি করে লেকের পাড়ে চলে যেতে পারবেন। গেইটে টিকেট এন্ট্রি ১০ টাকা।

করণীয় :

লেকের আশেপাশে তেমন ভালো মানের কোনো রেস্টুরেন্ট নেই। তাই কিছু ড্রাই ফুড আর খাবার পানি সাথে নিয়ে রাখবেন। ফ্রেন্ড সার্কেল নিয়ে গেলে একসাথে টীম হয়ে থাকার চেষ্টা করবেন। লেকে কায়াকিং করতে চাইলে খরচ পড়বে ৩০০ টাকা। আর ফ্যামিলি নিয়ে গেলে সেক্ষেত্রে বোটে ঘুরে আসা যাবে পুরো লেকটি। তখন খরচ প্রায় ৮০০-১০০০ টাকা পড়বে।

খুব ভোরে কিংবা বিকেল সময়টা বেস্ট লেকের আশেপাশে ঘুরে দেখার জন্য। যারা পাহাড়ে ট্র্যাকিং কিংবা লেকের ভিউ পছন্দ করেন, তাদের জন্য এটি নিঃসন্দেহে একটি চমক বটে। হ্যাপি ট্রাভেলিং 🙂

Post Copied From:সুমিত পাল‎>Travelers of Bangladesh (ToB)

Share:

Leave a Comment