
মাত্র ১০০০ টাকায় খৈয়াছড়া, নাপিত্তাছড়া, মহমায়া লেক ভ্রমণ
২০১৭ সালের শেষ দিকে এই ট্যুর টা দেয়া হয়। এখান আর তখনকার বাস ভাড়া একই। তাই সেটাই দিলাম।
আমাদের গ্রুপের সদস্য ছিলো ৭ জন। রাত ১১ টার লোকাল বাসে রওনা হই নাপিত্তাছড়ার উদ্দেশ্যে। সকাল ৬ টার সময় নয়দুয়ারি বাজার নেমে ফ্রেশ হয়ে গাইড ভাড়া করি। রাস্তায় সকালের নাস্তা সেরে নেই। ঝর্ণায় পৌঁছে আমরা সব গুলো জায়গা ঘুরে ১২ টার সময় বের হয়ে নয়দুয়ারি বাজার আসি। সেখান থেকে লেগুনা ভাড়া করে বরতাকিয়া বাজার নামি। সেখান থেকে সিএনজিতে করে চলে আসি খৈয়াছড়া। ঝর্ণার ১.৫ কিলোমিটার আগেই নামিয়ে দেয় সিএনজি। আমরা সেখানে নেমে অস্থায়ী হোটেলে আমার ব্যাগ রেখে চলে যাই ঝর্ণায়। সেখানে সবাই ঝর্ণার পানিতে দাপাদাপি করে। আবার ২/১ জন ঝর্ণার কয়েক ধাপ উপরে উঠে। অত:পর বিকাল ৩ টার সময় আমরা ঝর্ণা থেকে বের হয়ে আসি এবং আসার সময় রাস্তার পাশের মসজিদের ঘাটে জামাকাপড় চেঞ্জ করে নেই। তারপর হোটেলে এসে খাওয়া দাওয়া শেষ করে চলে আসি বরতাকিয়া বাজারে। বাজারে এসে আবার লেগুনা ভাড়া করে চলে আসি মহমায়া লেকে যাওয়ার রাস্তায়। মেইন রাস্তা থেকে সিএনজি নিয়ে চলে যাই মহমায়া লেক। লেকে প্রবেশ করার পর সন্ধ্যার আগ পর্যন্ত ঘুরাঘুরি, রেস্ট নিই। সন্ধ্যার পর গেটের বাহিরে চলে আসি এবং সেখানে লুচি আর ভাজি দিয়ে সন্ধ্যার নাস্তা সেরে নেই। নাস্তা করার পর সিএনজিতে করে চলে আসি মেইন রোডে। মেইন। রোডে এসে আবার লেগুনায় চড়ে চলে আসি মিরেশ্বরাই বাজার। বাজারে এসে প্রথমে বাসের টিকিট কেটে নেই। তারপর একটা হোটেলে ঢুকে রাতের খাবার খেয়ে নেই। রাত ১২ টার বাসে করে চলে আসি সায়দাবাদ।
মোট খরচ 😍😍
ঢাকা- নরদুয়ার বাজার ৩০০/
গাইড জনপ্রতি ৪৫/
সকালের নাস্তা ১৫/
নয়দুয়ার বাজার থেকে লেগুনা ভাড়া ১০/
সিএনজি ভাড়া ২০/
দুপুরের খাবার ৬০/
সিএনজি ভাড়া ২০/
লেগুনা ভাড়া ১০/
সিএনজি ভাড়া ১৫+১৫= ৩০
লেকে প্রবেশ ফি ১০/
সন্ধ্যার নাস্তা ১৫/
মেইন রোড থেকে মিরেশ্বলেরাই বাজার লেগুনা ভাড়া ১০/
রাতের খাবার ১২০/
বাস ভাড়া (শ্যামলী) ৩৫০/
মোটঃ১০০০+