মায়ুং কপাল পাড়া অন্য নাম হাতিমোড়া সিঁড়ি ভ্রমণ যেভাবে যাবেন

টমটমে করে পানছড়ি জামতলী স্টেডিয়াম পেরিয়ে আরো কিছু দূর আসতে হবে যাত্রী ছাউনির সামনে বললে নিয়ে যাবো টমটম ওয়ালা😊
এরপর বাম দিকে রাস্তা ধরে শুরু ট্র্যাকিং, সামান্য হাঁটার পর চেঙ্গী নদী। নদী পার হতে দুই মিনি সময় লাগবে না এরপর ডান দিকে যাওয়ার আগে নৌকার ভাড়া উপরে ৫টাকা করে দিয়ে যেতে হবে। সোজা যাওয়ার পর দোকানের সাথে দুইটা রাস্তা দেখা যাবে বাম পাশের রাস্তা দিয়ে গিয়ে আবার দোকান পাবেন ডান পাশে হাঁটা শুরু করবেন, সামান্য পানি পাবেন পার হয়ে দুইটা ছোট্ট বাশের সাঁকো পাবেন, পার হয়ে সোজা গিয়ে উপরে উঠে বামে রাস্তা দিয়ে যাওয়া শুরু করবেন, সোজা গিয়ে একটা নিচে নামার একটা রাস্তা পাবেন একটু পিচ্ছিল রাস্তা, নেমে আবার পানির পথ বাম পাশে হেঁটে সোজা যে উপরে রাস্তাটা দেখবেন ঐ পথ ধরে হেঁটে আবার একটা ঘরের সামনে দুইটা রাস্তা পরবে বামের রাস্তা ধরে এবার সোজা হাঁটতে থাকবেন ১.৩০/২ ঘন্টা হাঁটতে হবে সব খাঁড়া পথ প্রচুর পিপাসা লাগবে 🥵🥵

সদর উপজেলা ও মাটিরাঙ্গা উপজেলার সীমান্তবর্তী গ্রাম ভাঙ্গামুড়া, বাদলছড়া, মাখণ তৈসা পাড়া, কিনাপা পাড়া, হাজা পাড়া, বগড়া পাড়া, কেশব মহাজনপাড়া, সাধুপাড়া, কাপতলা পাড়ার মানুষের জীবন যাত্রাকে একটিু সহজ করার জন্য নির্মিত হয়েছে ৩০৮ ফুট লম্বা লোহার তৈরি সিঁড়ি।

#যেভাবে_যাবেনঃ খাগড়াছড়ি শাপলা চত্তর নেমে টমটম নিবেন পানছড়ি না বলে জামতলী স্টেডিয়ামের পরে যাত্রী ছাউনি বলবেন জন প্রতি ১৫ টাকা। চেঙ্গী নদী পারাপার ৫টাকা

#অনুরোধ-
ঘুরতে গিয়ে যেখানে সেখানে পানির বোতল, পলিথিন ফেলবেন না। দেশটা তো আমাদের, আমরাই যদি নোংরা করি তাহলে রক্ষা করবে কে?
আপনার ভ্রমন হোক নিরাপদ ও পরিচ্ছন্ন 🙂

Source: EmranLove

Share:

Leave a Comment