মুক্তিযোদ্ধা রিভার ভিউ, বোয়ালখালী, চট্রগ্রাম

যারা চট্রগ্রাম শহরে নতুন কোন জায়গা খুঁজছেন যাওয়ার জন্য বা কর্নফুলী নদীর সৌন্দর্য উপভোগ করতে চাচ্ছেন তাদের জন্য আদর্শ জায়গা এই স্থান। সুন্দর, পরিষ্কার ও মনোরম প্রাকৃতিক সৌন্দর্যময় এই জায়গাটি আপনার মনকে প্রফুল্লিত করবে কথা দিলাম। সেই সাথে এখানের ক্যাফে ও রেস্টুরেন্ট গুলোতে নিতে পারেন হরেক প্রকারের খাবারের স্বাদ (বিষেশ করে কাঁকড়া)। সেই সাথে নদীতে ভ্রমনের জন্য রয়েছে অনেক ধরনের ছোট সাম্পান, নৌকা।
গোধুলী বেলায় নদীর পাড়ে বসে সুর্যাস্থ দেখার জন্য সবচেয়ে বেস্ট প্লেস হতে পারে এটি।

তাই চলে আসুন যে কোন একদিন।
যেভাবে আসবেনঃ চট্রগ্রাম শহরের যে কোন জায়গা থেকে কালুরঘাট এসে সেখান থেকে বোটে করে বা গাড়িতে করে দুই ভাবেই আসা যায়। বোটে করে আসলে মজা বেশি পাবেন কারন কর্নফুলী নদীতে ভ্রমন ও হয়ে যাবে একসাথে। যারা জি ই সি হয়ে আসবেন তারা ২ নং লোকাল মিনিবাস ও নিউমার্কেট হয়ে চকবাজার হয়ে আসবেন তারা ১ নং গাড়িতে উঠতে পারেন। সরাসরি কালুরঘাট নামিয়ে দেবে। সেখান থেকে সরাসরি সি এন জি বা বোটে করে এখানে আসা যায়। লোকাল সি এন জি কালুরঘাট থেকে ২০ টাকা করে জনপ্রতি।
লোকাল গাড়িতে বা গনপরিবহনে আসলে ৫০ টাকার মধ্য এখানে আসা সম্বব।
বি দ্রঃ যেখানেই ভ্রমন করেন না কেন খেয়াল রাখবেন জায়গাটি যেন আপনার কারনে অপরিষ্কার না হয়।
হ্যাপি ট্রাভেলিং
Source:Akkash Hasan <Travelers of Bangladesh (ToB)

Share:

Leave a Comment