সন্দ্বীপ

সমুদ্রের ভেতর একটি দ্বীপ; সন্দ্বীপ। চট্টগ্রাম ঘুরতে যারা যাচ্ছেন এবং যাদের আগ্রহ রয়েছে তারা ঘুরে আসতে পারেন। সবুজ-নীলের অদ্ভুত মিশলে এখানে প্রকৃতি যেন অনন্য। সন্দ্বীপ একটি উপজেলা।

যেতে হবে-চট্টগ্রামের একে খান মোড় থেকে কুমিরা ঘাট অথবা বাঁশবাড়িয়া নামতে হবে। বাঁশবাড়িয়া নামলে এক ঢিলে দুই পাখি। বাঁশবাড়িয়া সৈকত ট্রেন্ড এখন বেশ পপুলার। বাঁশবাড়িয়া বাজার থেকে জেটিঘাট ২০ টাকা সিএনজি ভাড়া।

যাই হোক কুমিরা বা বাঁশবাড়িয়া জেটিঘাট থেকে সন্দ্বীপ থেকে স্পিড বোট বা ট্রলারে যাওয়া যায়। স্পিড বোটে ২৫০ টাকা, তবে মাত্র ২০ মিনিট লাগে। ট্রলারে লাগে ১ ঘণ্টা।

Post Copied From:মাহতাব হোসেন‎>Travelers of Bangladesh (ToB)

Share:

Leave a Comment