১৫০০ টাকায়ে বাগেরহাট ভ্রমন

মাত্র একদিনে ঘুরে আসতে পারেন বাগেরহাট।

আনুমানিক খরচ : 1500/=
.
স্পট: সুন্দরবনের করমজল ইকো পার্ক, মংলা সমুদ্র বন্দর, ষাট গম্বুজ মসজিদ, সিঙ্গাইর মসজিদ, খান জাহান আলীর মাজার।
.
খরচ ও শিডিউল:

সন্ধ্যায় (6 টা থেকে 7টার মধ্যে) সায়েদাবাদ বাস কাউন্টার থেকে সরাসরি মংলা যাত্রা (সুন্দরবন বা পর্যটক বাস, ভাল বাস নেই)। বাস ভাড়া 400/=, মাওয়া ঘাটে রাতের খাবার ইলিশ দিয়ে খেয়ে নিবেন, খরচ 100/=।

একদম সকালে মংলা পৌছাবেন, প্রথমে নাস্তা করে(50/=) সুন্দরবনের করমজল যাওয়ার জন্য ট্রলার ভাড়া করবেন । চার পাঁচ জন গ্রুপ করে যাবেন, রিজার্ভ করতে খরচ পরবে 800-1000/= (পারহেড 200/=), অবশ্যই দরাদরি করতে হবে। এখানে দুইটা পর্যন্ত ঘুরবেন।

মংলা এসে দুইটা থেকে তিনটার মধ্যে মংলা বন্দর ঘুরবেন এবং দুপুরের খাবার খেয়ে নিবেন (খরচ 100/=)। তবে পুলিশকে ম্যানেজ না করতে পারলে বন্দরের ভিতরে ঢুকতে পারবেন না। তিনটায় বাগেরহাটের বাসে উঠে ষাট গম্বুজ মসজিদ যাবেন।

চারটার মধ্যে ষাট গম্বুজ মসজিদ পৌছাবেন ,বাস ভাড়া ও টিকেট মিলে খরচ 70-80/= পারহেড।

ষাট গম্বুজের পাশেই সিঙ্গাইর মসজিদ। এখানে মাগরিব পর্যন্ত থাকবেন।

মাগরিবের পরে অটোবাইকে খান জাহানের মাজারে যাবেন, ভাড়া পারহেড 10/=, এখানে রাত নয়টা পর্যন্ত থাকবেন। এখানে চিংড়ি মাছ দিয়ে রাতের খাবার খেয়ে নিবেন। খরচ পারহেড 100/=।

নয়টায় অটোতে বাগেরহাট বাসস্ট্যান্ডে যাবেন, ভাড়া 15/=, দশটার দিকে ঢাকাগামী বাস পাবেন। ভাড়া 370/=, সকালে ঢাকা পৌছে যাবেন।

খরচের হিসাব:
400
100
50
200
100
80
10
100
15
370
_______________
1425 টাকা মাত্র।

post Copied From:Nayeem Ahmad>Travelers of Bangladesh (ToB)

Share:

Leave a Comment