অসাধারন সুন্দর কৃত্রিম ঝর্না স্বাধীনতা যাদুঘর

অসাধারন সুন্দর কৃত্রিম এই ঝর্নাটি রয়েছে স্বাধীনতা যাদুঘরের ভেতর।

তবে এটাকে যাদুঘর না বলে, আর্ট গ্যালারি/ফটো গ্যালারি বলা যায় অবশ্য। যদিও স্থাপনাটিতে মিউজিয়ামের তেমন উপাদান নাই, তবুও ভেতরের পরিবেশটা অসাধারন লেগেছে আমার কাছে এর আর্কিটেকচারাল ভিউর কারনে।

মাটি থেকে প্রায় এক/দেড় তলা নিচের এই হলরুম গুলাতে প্রবেশ করলে কিছুক্ষনের জন্য মনে হবে অন্য কোন জগতে প্রবেশ করেছেন। সবচেয়ে বেশী ভালো লাগবে ভিতরের দুটা বড় হলওয়ের মাঝখানের রুমটাতে এই রুমটিতে ঢুকলে। ছাদ ফুঁড়ে প্রাকৃতিক আলোর সাথে ঝর্নার মতো পানির ধারা গোল হয়ে নিচের হাউজে এসে পড়ে। এক অসাধারণ দৃশ্য সেটি। যার দিকে চুপচাপ তাকিয়ে আনমনা হয়ে অনেকক্ষণ সময় পার করে দেয়া যাবে এখানে বসে।

স্থানঃ সোহরাওয়ার্দী উদ্যান, শাহবাগ, ঢাকা।।

যেতে হবেঃ
বাংলাদেশের যে কোন যায়গা থেকে বাসে, ট্রেনে, লঞ্চে বা বিমানে ঢাকা। ঢাকায় নেমে যে কোন যানবাহনে করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে সোহরাওয়ার্দি উদ্যানে প্রবেশ করলেই অনেক উচু একটি স্তম্ভ দেখতে পাবেন, সেটির নাম স্বাধীনতা স্তম্ভ। তার পাশেই রয়েছে এই যাদুঘরটি। আর যাদুঘরের ভেতরেই এই ঝর্ণাটি।

Share:

Leave a Comment