উত্তরখানের তেরমুখ ব্রিজ এলাকা

ঢাকার অদূরে বিকেলে সুন্দর সময় কাটানোর উত্তম জায়গা হতে পারে উত্তরখানের তেরমুখ ব্রিজ এলাকা। রায়েরদিয়া লিংক রোডে তুরাগ নদীর উপর নির্মিত এই তেরমুখ সেতু। যাতায়াত খরচ ও খুব বেশি না। আর যারা জিন্দাপার্ক ঘুরতে যান তারা উলুখোলা-রায়েরদিয়া লিংকরোডে ঢাকা আসার পথে বিকেলটা পার করে দিতে পারেন এখানে। এটা যদিও তাথাকথিত কোন ট্যুরিস্ট প্লেস না, তবে লোকজনের সমাগম মোটামুটি বেশ ভালই হয়। সকালে কিংবা বিকেলে আশে পাশের নির্মল পরিবেশ মনকে সতেজ করে দিবে। জায়গাটার সন্ধান পাই প্রথমে এই টিওবিতেই। তাই সময় নষ্ট না করেই বর্ষা আসার আগেই একবার ডু মেরে এলাম। ভরা বর্ষায় জায়গাটা আরো সুন্দর রূপ ধারন করবে বলাই বাহুল্য। বর্ষায় নৌকা ভ্রমনেরও সুযোগ থাকে। এছাড়া উত্তরার বাওথারও ঘুরতে পারবেন কাছাকাছি দূরত্বে। তবে দূঃখের বিষয় টিওবিতে যেই ছবি গুলো আকৃষ্ট করেছিল তা দ্রুতই হারিয়ে যাচ্ছে।ছবিতে যা দেখেছিলাম মাত্র কয়েকমাসে তার অনেক কিছুই নষ্ট করে ফেলেছে৷ অলরেডি ২/৩ টা রেস্টুরেন্ট হয়ে গেছে, পাশের চাষের জমি ভরাট করে ফেলেছে, খুব দ্রুতই হয়তো স্থাপনা নির্মান হবে।

যেভাবে যাবেনঃ উত্তরা আব্দুল্লাহপুর বাস স্ট্যান্ড(খন্দকার গ্যাস পাম্প এর পাশে) থেকে ইজিবাইক/অটোতে মৈনারটেক, সেখান থেকে পুনরায় ইজিবাইকে তেরমুখ ব্রিজ । চাইলে রিজার্ভ অটো বা সিএনজি নিয়েও সরাসরি আসতে পারেন। আর যারা গাজীপুর হয়ে অথবা জিন্দা পার্ক থেকে আসার পথে এখানে আসতে চান তারা উলুখোলা বাজারে দক্ষিন দিকে ঢালুতে অটো /ইজিবাইক পেয়ে যাবেন। আর যাদের বাইক বা প্রাইভেট গাড়ি আছে তারা গুগল ম্যাপ খুলে রাস্তা দেখে চলে যেতে পারেন সহজেই।

যেখানেই যান, পরিবেশের প্রতি যত্নশীল হোন। যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা থেকে বিরত থাকুন।
Source: Jowel Rana‎ <Travelers of Bangladesh (ToB)

Share:

Leave a Comment