গোল্ডেন টেম্পল(অমৃতসর,পাঞ্জাব)
গোল্ডেন টেম্পল শিখ ধর্মীয় সম্প্রদায়ের প্রধান মন্দির। এর আসল নাম হল “শ্রী হরমন্দির সাহিব” – মানে হল ঈশ্বরের ঘর। এটাকে গুরুদয়ারও বলা হয়। শিখ ধর্মে বিশ্বাস করা হয় যে দুনিয়ার সবাই সমান। ধনী, গরিব, শিক্ষিত, অশিক্ষিত, ধর্ম-কর্ম করা না করা লোক, সবাই-ই সমান। এইটাই মূলনীতি। টেম্পলে একটা লংগরখানা আছে, যেখানে দিন রাত ২৪ ঘন্টা সবাইকে ফ্রী খাওয়ানো হয়। যে কেউ, যখন তখন গিয়ে সেখানে খেতে পারবে। “রাব নে বানা দে জোড়ি” মুভির একটা গানের শ্যুটিং এখানে হয়েছিল।হারমিন্দার সাহিব/ গোল্ডেন টেম্পেল এরিয়ার ভিতরেই রয়েছে আকাল তাকত এবং তারা তারান সাহিব।
* মন্দির ষোড়শ শতকে নির্মিত হয়েছিল (১৫৮৮ খ্রীষ্টাব্দ থেকে ১৬০৪ খ্রীষ্টাব্দ)।
* এটি প্রতিদিন প্রায় ১,০০,০০০ জন ব্যক্তি দ্বারা পরিদর্শিত হয়।
* স্বর্ণ মন্দিরের চূড়াটি শুদ্ধ সোনা দ্বারা নির্মিত।
* মন্দিরটির যৌথ রন্ধনশালায় প্রায় ৭৫,০০০ জন উপাসক প্রতিদিন লঙ্গর (খাবার) গ্রহণ করে।
যেভাবে যাবেন:-
ঢাকা থেকে বাসে/ট্রেনে কলকাতা-কলকাতা থেকে রাজধানী এক্সপ্রেস ট্রেনে দিল্লি-দিল্লি থেকে ট্রেনে অমৃতসর-গোল্ডেন টেম্পল….
Post Copied From:Dip Biswas>Travelers of Bangladesh (ToB)