চন্দ্রনাথ পাহাড় এবং মন্দির

চন্দ্রনাথ পাহাড় এবং মন্দির … <3
হিন্দুধর্মালম্বীদের তীর্থস্থান, অন্যতম শক্তিপীঠ। এখানে সতী দেবীর ডান হাত পড়েছিল, গ্রন্থমতে। প্রতিবছর শিবরাত্রিতে বিশেষ পূজা হয়, তাছাড়া প্রতিদিন অনুসারী এবং ট্যুরিষ্ট যাওয়া-আসা করে।
পশ্চিমে সমুদ্রের হাতছানি এবং সীতাকুন্ড শহর, পূর্বে পাহাড়ের রেঞ্জ সাদা মেঘের ভেলা, আর আপনি ১১৫০ ফিট উচুতে হলুদ, বেগুনি
সাদা ছোট ছোট ফুলের মাঝে – কবি হলে হয়তো সাজিয়ে লিখতে পারতাম। বিভূতিভূষণ হয়তো এখানে বসেই আরেকটি আরণ্যক লিখতে পারতেন।
একদিনে দুইটা ট্যুরের মাঝে রাখবেন খুব সকালে চন্দ্রনাথ, বিকালে বাশবাড়ীয়া, কুমিরা, ভাটিয়ারী বা ইকোপার্ক।

যেভাবে যাবেনঃ যেকোন যায়গা থেকে সীতাকুন্ড বাজার। যেখান থেকে সিএনজি করে পাহাড়ের পাদদেশে।
বাসে – ফেনীর মহীপালে নেমে চট্রগ্রামমুখী বাস পাবেন।
ট্রেনে – ষ্টেশনে থেকে মহীপাল – সীতাকুন্ড।

টিপসঃ অবশ্যই ভারী ব্যাগ রাখবেন না, নয়তো প্রচুর খাটনি হবে। পানি সাথে রাখবেন। প্রচুর পানি আছে এমন ফল পেয়ারা, আপেল নিতে পারেন। যাওয়ার আগে কিংবা মাঝপথে ভারী খাবার না খাওয়াই ভালো।
**বোটানিকাল গার্ডেন হয়ে আসাটা রিস্কি, সতর্কতা অবলম্বন করবেন।
**পাহাড় ওঠার সময় বামে উঠে, ডানে নামবেন তাহলে সহজ হয়।
## প্রকৃতিকে পরিচ্ছন্ন রাখা যদি আপনার দায়িত্ব না মনে হয়, প্রকৃতি উপভোগ

করার অধিকার আপনার নাই|

Post Copied From:MD Mostafizur Rahman>Travelers of Bangladesh (ToB)

Share:

Leave a Comment