নিরিবিলি আর সুন্দর জায়গা তেঁতুলিয়া, কাঞ্চনজঙ্ঘা

ভ্রমনের জন্য খুবই নিরিবিলি আর সুন্দর জায়গা তেঁতুলিয়া। এখানকার মানুষ গুলো খুব সাধারন আর অনেক হেল্পফুল। তাদের সাথে কিছুক্ষণ গল্প করলেই বুঝতে পারবেন তারা কতটা সাদাসিধে আর মিশুক প্রকৃতির। শুধু কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য না, এখানকার মানুষ গুলোর সাথে কিছুক্ষণ সময় কাটানোর জন্য হলেও এখানে একবার ঘুরে আসা উচিত। (তবে অবশ্যই এটাকে “সাজেক” বানিয়ে ফেলবেন না)
যেভাবে যাবেনঃ ঢাকা (গাবতলি) থেকে সরাসরি তেঁতুলিয়া যায় শ্যামলীর বাস। ভাড়া ৬০০/- টাকা। আর তেঁতুলিয়াতে ঘুরার জন্য লোকাল ভ্যান অথবা অটো ব্যাবহার করতে পারেন। লোকাল ট্রান্সপোর্টের ভাড়া খুবই কম।
বাস স্ট্যান্ডের কাছেই হোটেল সীমান্তের পাড় আছে। তাদের সার্ভিসও ভাল।
তেঁতুলিয়ার ফুল অ্যালবামের লিংকঃ https://www.facebook.com/tushar.roy.cse/media_set…
#তেঁতুলিয়া #কাঞ্চনজঙ্ঘা

Post Copied From:Tushar Roy‎ > Travelers of Bangladesh (ToB)

 

Share:

1 Comment

  • Shuvashish

    আমি যেতে চাই কাঞ্চনজঙ্ঘা দেখতে। এখন তো অক্টোবরের ১৭ তারিখ আরো ২ দিন পরে যেতে চাই। কাঞ্চনজঙ্ঘা দেখা কি সম্ভব হতে পারে? বিস্তারিত জানালে উপকৃত হব।

    Reply

Leave a Comment to Shuvashish Cancel Comment