তেলিয়াপাড়া চা বাগান

মাধবপুর, হবিগঞ্জ

ঢাকা সিলেট মহাসড়ক বা তেলিয়াপাড়া রেলওয়ে ষ্টেশন থেকে প্রায় দুই কিলো অভ্যন্তরে রাস্তার দুই পাশে দেখা মিলে সবুজ চা বাগানের অপূর্ব নৈসর্গিক দৃশ্য ।চা বাগানের মাঝে পিচঢালা আঁকাবাঁকা রাস্তা। সমতলের চা বাগান ও কিছু টিলাময় চা বাগান আছে হবিগঞ্জেও। এছাড়া ভ্রমন পিপাসুরাও ছুটে আসেন ১৯৭১সালের যুদ্ধের স্মৃতি বিজড়িত তেলিয়াপাড়া স্মৃতিসৌধ দেখতে। সময়ের অভাবে যারা সমতলের চা বাগান দেখতে পঞ্চগড় বা পাহাড়ি চা বাগান সিলেট যেতে পাড়ছেন না। তারা ঢাকার খুব কাছেই এই সমতলের চা বাগান দেখে আসতে পারেন। এখানে তেলিয়াপাড়া সুরমা,সায়েদাবাদ চা বা ৮/৯টি ছোট বড় চা বাগান রয়েছে। আর কাছেই আছে সাতছড়ি জাতীয় উদ্যান।

কি ভাবে যাবেন : সিলেটগামী যে কোন বাস এনা হানিফ বা দিগন্ত বাসে উঠে হবিগঞ্জের মাধবপুর বা মাধবপুর পার হয়ে ‘মুক্তিযুদ্ধ চত্বর’ নামবেন। ঐখান থেকে ডান দিকে তেলিয়াপাড়া লেগুনা বা সিএনজি রিজার্ভ নিয়ে ঘুরে আসতে পারেন তেলিয়াপাড়া চা বাগান।

Post Copied From:

Ismail Hossain > Travelers of Bangladesh (ToB)
Share:

Leave a Comment