দার্জিলিং 

ইন্ডিয়াতে বাংলাদেশের যত মানুষ ঘুরতে যায় তার মধ্য কয়েকটি জায়গা ফিক্সড, তারমধ্য #দার্জিলিং অন্যতম। অথচ এই দার্জিলিং যাবার পথেই একটু ডানে সরে গেলেই বিখ্যাত #ডুয়ার্স। যেখানে পাহাড় নদী অরণ্য সব মিলেমিশে একাকার। পশ্চিম বঙ্গের জাতীয় উদ্যান ও এখানে।
এবারও অন্য সবার মত প্ল্যান করেছিলাম দার্জিলিং যবার, কিন্তু শেষ মুহুর্তে প্ল্যান করে ডুয়ার্স যাওয়াই ফিক্সড করলাম। বৃহস্পতিবার রাতে শ্যামলী গাড়িতে #বুড়িমারি বর্ডার, যদিও টিকিট ছিল #শিলিগুড়ি পর্যন্ত, বর্ডার পার হয়ে সকাল ১০ টার মধ্যেই সেখান থেকে ১০০০ (চার জন) রুপিতে সোজা জাতীয় উদ্যান #গরুমারা_ন্যাশনাল এর মেইন গেটের ঠিক অপজিটে #টাস্কার্স_ডেনে গিয়ে উঠলাম। আগেই ফোনে বুকিং দেয়া ছিল, ৪ জনের রুম ১৬০০ রুপি, এসি, আশপাশটা দেখে, দুপুরে খেয়ে হোটেলের ঝকঝকে মারুতি তে ১৫০০ রুপিতে চললাম প্রথমে #স্যামসিং চা বাগানের উদ্দেশ্যে, যদিও ডুয়ার্স এর পুরোটাই সেই ভুটান পর্যন্ত চা বাগান। এটি ২৫০০ ফিট উপরে অবস্থিত দুই পাহাড়ের মাঝে উপত্যকায়, এখান থেকে আরো প্রায় ৫০০ ফিট উপরে ৫ কিঃমিঃ দূরে #সান্তালেখোলা, সমগ্র পাহাড় জুড়ে শুধু কমলা লেবুর বাগান। এর পাশ দিয়েই বয়ে চলেছে পাহাড়ি ঝিরি নদী #মৌচুকি। এর ওপারেই গহীন জংগলের ভেতরর একটি রিসোর্ট, যা অনেক আগে থেকে বুকিং দিতে হয়। এরপর একটু নীচের দিকে নেমে এলে উপজাতি দের গ্রামের ভেতর দিয়ে প্রায় ২ কিঃমিঃ এগুলে সেই #রকি_আইল্যান্ড, যা অনেকটা আমাদের দেশের #বিছানাকান্দির মত। এর রুপের ছটা এখনো চোখে লেগে আছে। এখান থেকে নেমে কিছুদুর এগুলেই #মূর্তি নদী। আহ, এর দুপাশ জুড়ে শুধু বন্য সৌন্দর্য। পরদিন এখান থেকেই খুব ভোরে গাড়ি নিয়ে রওয়ানা দিয়ে #কালিম্পং, ফিরতে সেই সন্ধ্যা। পরদিন খুব ভোরে আগে থেকে বুকিং দেয়া হাতির পিঠে চড়ে জঙ্গল সাফারি। সাফারি করার সময় মনে হবে হাত বাড়ালেই বুঝি ছোয়া যাবে #কাঞ্চনজঙ্ঘা। দেখা মিলবে উপমহাদেশের বিখ্যাত এক শিঙা গন্ডার, আছে হরিন, বাইসন। কথা দিচ্ছি এই সাফারি আপনার সারা জীবন মনে থাকবে। সাফারি শেষ হয় ৮.৩০ থেকে ৯.০০ টার মধ্যেই। এরপর ব্যাগ গুছিয়ে দুপুরেই লাটাগুরি থেকে ময়নাগুড়ি হয়ে চ্যাংড়াবান্ধা। মাত্র আড়াই দিনেই এই আসাধারণ একটি ভ্রমণ সম্ভব। আপনি চাইলে খরচ কমাতে পারেন বাসে লাটাগুড়ি গেলে, আবার নন এসি রুমে প্রায় অর্ধেক ভাড়া, হাতির পিঠে জঙ্গল সাফারি না করে জীপ সাফারি করতে পারেন জনপ্রতি ১২০ রুপি।

Post Copied From:Abu Ahmed Shorif Manik>Travelers of Bangladesh (ToB)

Share:

Leave a Comment