নীল পানির লেক, বিরিশিরি, নেত্রকোনা
স্থানীয় ভাবেই একে নীল পানির লেক বলা হয়। এছাড়া চীনা মাটির পাহাড় ও ঠিক এটার সাথেই। ওখানে গেলে একসাথে দুটোই দেখা হবে।পাহাড়ের উপর কষ্ট করে ওঠার পর লেক টা দেখলে মন ভালো হয়ে যায়। ছুটির দিনগুলো ছাড়া সাধারণত পুরো পাহাড় ই জনশূন্য থাকে।গম্ভীর কষ্টসাধ্য পাহাড়ে এই লেক শান্তির পরশ দেয়।
ঢাকা থেকে দূর্গাপুরের সরাসরি বাস আছে, দূর্গাপুর গিয়ে অটোবাইক বা রিকশা নিয়ে এই লেক ঘুরে আসতে পারেন। ওই এলাকায় আরো আছে গারো পাহাড়, কমলা বাগান, একটু দূরেই সাত শহীদের মাজার।
থাকার জন্য YMCA গেস্ট হাউস বেস্ট। এছাড়াও অনেক গুলো ছোট বড় রেস্ট হাউস আছে।
আর গেলে অবশ্যই গারো পাহাড়ে উঠার সময় বিখ্যাত মালাই চা টেস্ট করতে ভুলবেন না।
হ্যাপি ট্রাভেলিং 💚
ভিডিও লিংক-
Tags: