পানাম নগর ভ্রমণ

প্রাচীন নিদর্শনগুলোর মধ্যে অন্যতম একটি নিদর্শন। প্রায় অনেক দিন ধরেই এই নিদর্শন দেখার ইচ্ছা ছিলো। সময় মিলেছে তো কাউকে পাইনি। আবার কাউকে মিলেছে তখন সময় ছিলো না। এবার দুটো কে একসাথে পেয়ে ইচ্ছাটাকে বাস্তবে রূপ দিলাম। আমরা ৩ জন বন্ধু মিলে পানাম নগরে যাই। এর আগে আমরা “লোকশিল্প জাদুঘর” প্রদর্শন করি। সেখানে অনেক আগের রাজা, শাসক দের ব্যবহৃত জিনিসপত্র সাজানো আছে। নারীদের অলংকার, বিভিন্ন বাসনকোসন। এছাড়া গ্রাম বাংলার চরিত্র কেমন ছিলো তা দেখেছি। এক কথায় আসলেই খুব সুন্দর একটা যায়গা। 👌
তবে কিছু বিষয় আমাকে বিষাদগ্রস্ত করেছে।
গরু ছাগল বেধে রাখা হয় পানামে। তদারকির জন্য যাদের রাখা হয় তারা ঠিকঠাক ভাবে কাজ করে না। এছাড়া একটা প্রাচীন যায়গা কে কীভাবে যত্ন করতে হয় তার ধারণা হয়তোবা তাদের মাথায় আন্দাজ করেনা। ইটের প্রাচীরগুলো ভেঙ্গে গেছে অনেক যায়গাতে। কিন্তু আমাদের উচিত এসব সংরক্ষণ করা।
পানাম সিটিতে এন্ট্রি ফিঃ ১৫/=(জনপ্রতি)
লোকশিল্প জাদুঘরে এন্ট্রি ফি ৩০/=(জনপ্রতি)

কীভাবে যাবেনঃ
ঢাকার গুলিস্তান থেকে মোগড়াপাড়া যাওয়ার জন্য মুন্সীগঞ্জ গামী যেকোনো বাসে উঠে যেতে পারেন।। ভাড়া ৩০-৩৫ টাকা পড়বে(জনপ্রতি)। এরপর সেখানে নেমে অটোরিকশা করে সোজা পানামসিটি। ভাড়া ১৫ টাকা (জনপ্রতি)

 Post Copied From:
Share:

Leave a Comment