বিদেশী পর্যটক কোঠায় ইন্ডিয়ান রেল টিকেটের পরিবর্তিত কিছু জরুরি তথ্য
আমরা বিভিন্ন প্রয়োজনে এখন ভারতবর্ষ প্রতিনিয়ত ভ্রমণ করে থাকি।স্বল্প খরচে আরামদায়ক ভাবে ভারতবর্ষ ভ্রমণ করার জন্য রেল সবচাইতে জনপ্রিয় বাহন।
#সম্প্রতি ভারতীয় রেল অথরিটি বিদেশি পর্যটক কোঠায় টিকেট প্রাপ্তিতে কিছু নতুন শর্তারোপ করেছে।সে শর্তসমুহ না জানা থাকার ফলে আমার মতো বাজেট ট্রাভেলারদের কিছু অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে।
#পরিবর্তিত_নিয়ম_সমুহ।
১.সকল ক্লাসের টিকেটের ভাড়া মুল ভাড়া থেকে ১.৫/ দেড়গুণ বৃদ্ধি করা হয়েছে।😞
অর্থাৎ ১ হাজার টাকার ভাড়া ১৫০০ টাকা করা হয়েছে।এভাবে গাণিতিক হারে ভাড়া বৃদ্ধি হতে থাকবে।
২.১.৫ গুণ ভাড়া বৃদ্ধির ফলে রাজধানী, দুরন্ত এবংশতাব্দী ট্রেনে ডায়নামিক ফেয়ার যোগ হবেনা।☺
৩.যেকোনো ট্রেনের ইস্যুকৃত টিকেট রিটার্ন /রিফান্ড হবেনা।(মানে ততকাল টিকেটের মতো)
৪.অবশ্যই মুল পাসপোর্ট প্রদর্শন করতে হবে।
৫.মুল পাসপোর্ট এর পাশাপাশি যতজন যাত্রীর টিকেট করবেন সবার ভিসা+এন্ট্রি সিলের পেইজ এবং মুল পেইজ আলাদাভাবে ফটোকপি দিতে হবে এটা বাধ্যতামূলক।
৫.উক্ত নিয়ম সমুহ #মৈত্রী এবং #বন্ধন এক্সপ্রেসের জন্য প্রযোজ্য নয়( ৪ নং ব্যতীত) ।
বিঃদ্রঃদেশের সম্মান বজায় রাখবেন তারা কিছুটা স্লো কাজ করে তাই ধর্য হারাবেন না এবং দ্রুত টিকেট ইস্যুর জন্য ঘুষের অফার হতে বিরত থাকবেন।
Post Copied From:Prince Zubo>Travelers of Bangladesh (ToB)