বিদেশী পর্যটক কোঠায় ইন্ডিয়ান রেল টিকেটের পরিবর্তিত কিছু জরুরি তথ্য

আমরা বিভিন্ন প্রয়োজনে এখন ভারতবর্ষ প্রতিনিয়ত ভ্রমণ করে থাকি।স্বল্প খরচে আরামদায়ক ভাবে ভারতবর্ষ ভ্রমণ করার জন্য রেল সবচাইতে জনপ্রিয় বাহন।

#সম্প্রতি ভারতীয় রেল অথরিটি বিদেশি পর্যটক কোঠায় টিকেট প্রাপ্তিতে কিছু নতুন শর্তারোপ করেছে।সে শর্তসমুহ না জানা থাকার ফলে আমার মতো বাজেট ট্রাভেলারদের কিছু অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে।

#পরিবর্তিত_নিয়ম_সমুহ
১.সকল ক্লাসের টিকেটের ভাড়া মুল ভাড়া থেকে ১.৫/ দেড়গুণ বৃদ্ধি করা হয়েছে।😞
অর্থাৎ ১ হাজার টাকার ভাড়া ১৫০০ টাকা করা হয়েছে।এভাবে গাণিতিক হারে ভাড়া বৃদ্ধি হতে থাকবে।
২.১.৫ গুণ ভাড়া বৃদ্ধির ফলে রাজধানী, দুরন্ত এবংশতাব্দী ট্রেনে ডায়নামিক ফেয়ার যোগ হবেনা।
৩.যেকোনো ট্রেনের ইস্যুকৃত টিকেট রিটার্ন /রিফান্ড হবেনা।(মানে ততকাল টিকেটের মতো)
৪.অবশ্যই মুল পাসপোর্ট প্রদর্শন করতে হবে।
৫.মুল পাসপোর্ট এর পাশাপাশি যতজন যাত্রীর টিকেট করবেন সবার ভিসা+এন্ট্রি সিলের পেইজ এবং মুল পেইজ আলাদাভাবে ফটোকপি দিতে হবে এটা বাধ্যতামূলক।
৫.উক্ত নিয়ম সমুহ #মৈত্রী এবং #বন্ধন এক্সপ্রেসের জন্য প্রযোজ্য নয়( ৪ নং ব্যতীত) ।
বিঃদ্রঃদেশের সম্মান বজায় রাখবেন তারা কিছুটা স্লো কাজ করে তাই ধর্য হারাবেন না এবং দ্রুত টিকেট ইস্যুর জন্য ঘুষের অফার হতে বিরত থাকবেন।

#হ্যাপি_ট্রাভেলিং

Post Copied From:Prince Zubo‎>Travelers of Bangladesh (ToB)

Share:

Leave a Comment