মহান বিজয় দিবসে কেওক্রাডং এর চূড়ায় পতাকা

মহান বিজয় দিবসে কেওক্রাডং এর চূড়ায় পতাকা উড়াব।
৪ রাত ৩ দিনের ট্যুর এ যাচ্ছি বগালেক+ কেওক্রাডং।
সম্ভব হলে সাথে স্বর্নমন্দির/নীলগিরি যাব।
প্লান হচ্ছে ১৩ তারিখ রাতে ঢাকা থেকে রওনা দিব।
পর দিন সকালে বান্দারবান নেমে নাস্তা সেরে রুমা যাব।
রুমা থেকে গাইড নিয়ে চলে যাব কমলা বাজার।
সেখান থেকে হেটে বগালেক যাব।রাত টা সেখানেই আদী বাসীদের কটেজে থাকব।
পর দিন ঘুম থেকে উঠে সকালে সকাল চলে যাব কেওক্রাডং এর উদ্দ্যেশ্যে।
সেখানে দিন কাটিয়ে রাত।
রাতে সবাই মিলে আড্ডা-গান হবে।
পরের দিন ১৬ ডিসেম্বর।
সকালে কেওক্রাডং এর চুড়ায় মেঘ দেখে আবার রুমা,বান্দারবান ফিরব।
সময় থাকলে আসার সময় নীল গিরি দেখে আসব।
আর বিকালে যদি পার ত স্বর্ন মন্দির যাব অটো করে।
রাতে খাবার শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা দিন।
১৭ তারিখ সকালে আল্লাহ চাহেতু ঢাকা থাকব।

 

Share:

Leave a Comment