মাধবপুরের উদ্দেশ্যে

ট্রেইল শেষ করে রওনা দেই মাধবপুরের উদ্দেশ্যে। সেখানে অল্পকিছুক্ষণ সময় থাকি। মাধবপুর লেকের গেটে চায়ের দোকানটার চা জোস ছিল। চায়ের কাপে চুমুক দিতেই যেন সারাদিনের ক্লান্তি দূর হয়ে গেল। এরপর ৫টা বেজে যাওয়াতে আর লাউয়াছড়া বনে যাওয়া হইনি। তাই রাজন দা বললো সুন্দর চা বাগান আছে সেখানে নিয়ে যাবেন। মনে মনে ভাবছিলাম চা বাগান তো কতোই দেখলাম। তো কি এমন সুন্দর হবে! কিন্তু না, ১৫-২০মিনিট না যেতেই আমার এই ভুল ধারনাটা চলে গেল। মনে হচ্ছিলো এতদিন তাহলে যে বাগানগুলো দেখেছি সেগুলো যেন এর কাছে ভোগাস! দু’পাশে টিলার উপর বিছানো চা বাগান, শান্ত-নিঃস্তব্ধতা! বেলা শেষে এমন কিছুর জন্যেই যেন মনটা আকুপাকু করছিল। সন্ধ্যার আগে একজায়গায় নামি। চারদিকে চা বাগান পরিবেষ্টিত। দূরের বাশবাগানে বানরের খেলা। আর আমরা ১০জন মানুষ। দিনের শেষটা অনেকটা যেন স্বাপ্নিকভাবেই শেষ হলো।

ঢাকা-শ্রীমঙ্গল-নূরজাহান টি এস্টেট(সিএনজি/জীপে করে

Post Copied From:Muhammad Shariful Islam>Travelers of Bangladesh (ToB)

Share:

Leave a Comment