মেঘের রাজ্য মেঘালয় ভারত

টাকায় মেঘের রাজ্য মেঘালয়

  • মেঘালয় টুর ৫ রাত ৪দিন।ভিসা প্রসেসিং আর ট্রাভেল ট্যাক্স সহ সকল খরচ।
  • মেঘালয় যাওয়ার কথা ভাবছেন?
  • ভালো কোন গ্রুপ বা কোন প্যাকেজ পাচ্ছেন না?
  • একা গেলে খরচ বেশি তাই ইচ্ছা থাকা সত্যও যেতে পারছেন না?
    তাহলে আপনার জন্যই আমার এই লেখা।আপনার ভ্রমনে বিন্দু পরিমানে উপকারে আসলেও আমার কষ্ট করে লেখা সার্থক। আমি গত ১৫অক্টোবর রাতের গাড়িতে মেঘালয় যাই এবং ২০তারিখ ফিরে আসি।আমার সকল প্রকার খরচের বিবরন দেয়া হলো।
  • ভিসা প্রসেসিংঃ ৬০০টাকা।
  • ট্রাভেল ট্যাক্সঃ৫০০টাকা।

১ম রাতঃ
বাসা থেকে সায়দাবাদঃ৩০টাকা।
ঢাকা টু তামাবিল(জাফলং ও একই ভাড়া)বাস ভাড়াঃ ৪০০টাকা।
রাতের খাবার(হোটেল উজানভাটা) ১০০টাকা।
সকালের নাস্তা(বর্ডার সংলগ্ন চায়ের দোকান) ৩০টাকা।
বাংলাদেশ বর্ডার ১০০টাকা।

১ম দিন-২য় রাতঃ
এখান থেকে রুপির হিসাব শুরু।
ডাওকি বর্ডার থেকে শিলংঃ১২০রুপি(লোকাল ট্যাক্সি)।
শিলং থেকে পুলিশবাজারঃ১০রুপি(লোকাল ট্যাক্সি)।
হোটেলঃহোটেল হ্যারিট্যাগ। ওয়াইফাই,এসি,খাবার হোটেলের ব্যবস্থা আছে।৮০০*৩=২৪০০ রুপি(৩রাত ৪দিন)।আরও কম দামে হোটেল পাওয়া যায়।আমার এখানে থাকার কারন না হয় আরেক সময় বলবো।
দুপুরের খাবারঃ৭০রুপি(ভাত/সবজি/ডিম আর ডাল)।
রাতের খাবারঃ১১০রুপি (চিকেন,রাইস,ফ্রাই চিকেন আর কোল্ড ড্রিংক) ।

২য় দিন-৩য় রাতঃ
সকালের নাস্তা: ৩৫রুপি(ডাবল ডিমের রোল)
শিলং টুর প্যাকেজঃ ৩০০+৫৫=৩৫৫রুপি(ওয়ার্ডস লেক ১০রুপি,গোল্ফ ফিল্ড,বিয়াঞ্চি মেমোরিয়াল হল,স্টেট মিউজিয়াম:৫রুপি, জু:১০রুপি,চা বাগান:১০রুপি,এলিফ্যান্ট ফলস:২০রুপি)।
দুপুরের খাবার:১২০রুপি (ভাত,ডাল,মুরগী কোল্ড ড্রিংক।
বিকালের নাস্তা:২৫রুপি (লোকাল খাবার)
রাতের খাবার:১৪০রুপি(খিচুড়ি, মুরগি,ডাবল ডিম অমলেট,ডাবল ডিম রোল)।

৩দিন-৪থ` রাতঃ
সকালের নাস্তা:৭০রুপি(ডিম রোল,চিকেন আর কোল্ড ড্রিংক)
চেরাপুঞ্জি টুর প্যাকেজ : ৩৫০+৬০=৪১০রুপি(মাওকডক ভিও ভ্যালি পয়েন্ট,ইকো পার্ক ১০রুপি,মৌসুমি ক্যাভ ১০রুপি,মট ট্রপ রক,রামকৃষ্ণ মিশন ১০রুপি,নো কালি কাই ফলস ২০রুপি,সেভেন সিস্টার ফলস,থ্রি সিস্টার ফলস ১০রুপি)
দুপুরের খাবার:৮০রুপি(ভাত,ডাল,মুরগী কোল্ড ড্রিংক)।
রাতের খাবার:৯০রুপি(খিচুড়ি,চপ,চিকেন ললী,চা)।

৪থ’ দিন – ৫ম রাতঃ
সকালে হোটেল থেকে চেক আউট করি।
সকালের নাস্তাঃ ৪০রুপি(ডাবল ডিম রোল,চা)
ডাওকি(মাওলিনং) টুর প্যাকেজঃ ৫০০+৭০=৫৭০রুপি(ক্যানিয়ন ভ্যালি পয়েন্ট ১০রুপি,ব্যাল্যান্সিং রক ১০ রুপি,লিভিং রুট ব্রিজ ২০রুপি,স্কাই ভিউ পয়েন্ট বাংলাদেশ১০রুপি,উমংট ২০রুপি <ক্লিয়ার ক্রিস্টাল রিভার>, ডাউকি বর্ডার)
৪:৩০এ ডাওকি বর্ডার থেকে যাই।তারপর ডাওকি বর্ডার ক্রস করে বাংলাদেশ প্রবেশ করি।

তামাবিল থেকে বাসে সিলেটঃ ৫০টাকা।
সিলেট থেকে বাসে ঢাকাঃ৪৭০টাকা।
রাতের খাবারঃ৭০টাকা(চিকেন পিজা,কফি)
রাতের ২টা বাজে সায়দাবাদ পৌছাই।
রিক্সা ভাড়াঃ৩০টাকা।

#ভিসা_আর_ট্রাভেল_ট্যাক্স_১১০০টাকা
#ঢাকা_টু_তামাবিল_বর্ডার_প্রযন্ত_খরচ_৬৩০টাকা
#ভারতে_মোট_খরচ_৪৬৪৫*১.২৫=৫৮০৭টাকা।
#তামাবিল_ঢাকা_খরচ_৬২০_টাকা
#মোট_খরচ_৮১৮৭_টাকা

কারো কিছু জানার বা প্রশ্ন থাকলে কমেন্ট বা ইনবক্সে জানাতে পারেন।

বাংলা বানানে ভুল থাকলে দয়া করে মাফ করবেন।ধন্যবাদান্তে অপু। 😊😂

#পাবলিক_ডিমান্ডঃ
আপনাদের অনেকের প্রায় একই প্রশ্ন আমি প্যাকেজ গুলো কোন যায়গা থেকে নিয়েছি? –আপনাদের জনা কমেন্ট বক্সে ঠীকানা ও
ছবি দিলাম দেখে নিবেন।

#পাবলিক_ডিমান্ড২ঃ
আমি ৪০০টাকায় তামাবিল কিভাবে গিয়েছি?
–আহাম্মেদ পরিবহন।সায়দাবাদ স্টান্ডে গিয়ে যে কোন লোক কে বললেই দেখিয়ে দিবে।

#পাবলিক_ডীমান্ড৩ঃ
আমি কোথায় ডলার/রুপি/টাকা করেছি?
–শিলং পুলিশ বাজারে মানি চেঙ্গ এর ওনেক দোকান আছে।আমি আপনাদের জনয একটির নাম,ঠীকানা আর ছবি কমেন্টস বক্সে দিলাম।দেখে নিবেন।

Share:

Leave a Comment