শাপলার গ্রাম, সাতলার বিল,উজিরপুর, বরিশাল

উজিরপুর উপজেলার সাতলা গ্রামের সর্বত্রই লাল শাপলার বিল। এ ছাড়া পার্শ্ববর্তী আগৈলঝড়া উপজেলার বাগধা ইউনিয়নের বাগধা ও খাজুরিয়া গ্রামেও দু’টি সুন্দর শাপলার বিল আছে।

❒ কিভাবে যাবেন
সাতলার বিলে যেতে ঢাকা থেকে লঞ্চে প্রথমে বরিশাল, সেখান থেকে অটোরিকশা ভাড়া করে যেতে হবে সাতলা।

এ ছাড়া সড়ক পথে গৌরনদী নেমে সেখান থেকেও অটোরিকশায় যাওয়া যাবে সাতলা।

❒ শাপলার সিজনঃ শাপলা হয় প্রায় ৯ মাস। মার্চ থেকে শুরু করে নভেম্বর পর্যন্ত শাপলার পুরো সিজন এখানে। এ সময়ের মধ্যে গেলে শাপলা দেখতে পাবেন। শাপলা দেখার আদর্শ সময় সুবহ সাদিক থেকে সকাল ৮ টা পর্যন্ত। এরপর শাপলা ফুল বুজে ছোট হয় যায়। তাই রাতে গ্রামে থাকতে পারলে ভালো হবে।

Source: Trip Bangladesh

Share:

Leave a Comment