সিলেটের বড় পাহাড়

সিলেটের বড় পাহাড় দেখতে যাওয়া বা মেঘালয়ের পাহাড় মানেই জাফলং,বিছানাকান্দি। কিন্তু আকাশ পরিষ্কার থাকলে শহর থেকেই তা উপভোগ করা যায়।
সিলেটকে বোধহয় এজন্যেই মেঘালয়ের পাদদেশ বলা হয়।
ঢাকা থেকে যারা সড়কপথে যাবেন তারা হুমায়ন রশীদ চত্ত্বরের ব্রিজে নেমে এই মনোরম দৃশ্য অবলোকন করতে পারবেন।
ভোরের আলো যখন ফুটতে শুরু করে তখনই বেস্ট সময়।জাফলং বা বিছানাকান্দি তো যাবেনই কিন্তু সিলেটে প্রবেশের মুখেই যদি এই পাহাড় গুলো আপনাকে আমন্ত্রন জানায় তবে মন্দ কি।
আজকের ছবি।ভোর ৬.৪৫ ২৩/১১/১৭

Post Copied From:Heera Roy‎>Travelers of Bangladesh (ToB)

Share:

Leave a Comment