কামরূপ কামাক্ষা, ব্রম্মপুত্র নদের পাড়ে

এই মন্দির সম্পর্কে ছোটবেলা থেকে কত কথা যে শুনেছি!! – কামরূপ কামাখ্যা এক ভয়ংকর জায়গা, কামরূপ কামাখ্যা জাদু-টোনা, তন্ত্র-মন্ত্রের দেশ, ওখানে আশেপাশের অরণ্য আর নির্জন পথে ভূত-পেত্নী আর ডাকিনী-যোগিনী দেখা যায়, ওখানে গেলে কোন পুরুষ ফিরে আসতে পারে না – লীলাবতী নারীরা তাদের জাদুবলে আটকে ফেলে, আরো কতকি।
আসামের রাজধানি গুহাটি হতে মাত্র ৮ কিমি দুরে কামাক্ষা পর্বতমালার পাদদেশে এই মন্দির অবস্থিত, পাশেই ব্রম্মপুত্র নদ। অনেক পৌরাণিক কাহিনীর জনক দেবী কামাক্ষা। সিলেটের তামাবিল বর্ডার দিয়ে ভারত প্রবেশ করবেন সরাসরি শ্যামলি বাস আপ্নাকে শিলং নামাবে, শিলং হতে গোহটি মাত্র ১০৫ কিমি বাসে যেতে পারবেন। গোহাটিতে থাকার জন্য বেশ কিছু ভাল হোটেল আছে, গোহাটি হতে কামাক্ষা মন্দির পাব্লিক বাস আছে। আষাড় মাসে বছরে ৩ দিন মেলার জন্য মন্দির বন্ধ থাকে। বলি দেওয়ার জায়গা আছে, মন্দিরে অনেকে বাসনা পূরনের জন্য বছরে অনেক তীর্থযাত্রির আগমন হয়।
বাংলাদেশের অনেক হকার এই কামাক্ষা জঙ্গলের গাছ গাছড়া এর কথা ফলাও করে বলে থাকে।

Post Copied From:A Al Mamun Rony‎>Travelers of Bangladesh (ToB)

Share:

Leave a Comment