কথায় আছে প্রচারে প্রসার

সাতছড়ি জাতীয় উদ্যান”

কথায় আছে প্রচারে প্রসার। ঢাকার এত কাছে হয়েও এত প্রচারের আলোয় আসে নেই সাতছড়ি রিজার্ভ ফরেস্ট। ওয়াইল্ড লাইফ কে খুব কাছে থেকে দেখতে হলে আসতে হবে সাতছড়ি। কি নেই এখানে চা বাগান থেকে শুরু করে বিচিত্র সব বন্য প্রাণী, পাখি গাছগাছালী। একটি ডে ট্যুরের সব ইলেমেন্ট আছে এখানে। ঢাকা থেকে দিনে এসে রাতের ভিতর ফিরত যেতে পারবেন। পর্যটকদের জন্য এখানে আছে তিনটা হাটার ট্রেইল(৩০ মি, ১ ঘন্টা, ৩ ঘন্টা), ওয়াচ টাওয়ার, বাটারফ্লাই গার্ডেন। যে কোন রিজার্ভ ফরেস্টের মূল আর্কষন এর ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ারে উঠে পুরো বনের প্রাকৃতিক সৌন্দর্য সুন্দর ভাবে উপভোগ করতে পারবেন।

তবে রিজার্ভ ফরেস্টে ঘুরার আগে কিছু ব্যাপার মাথায় রাখবেন এইটা আপনার শহর বা বাসার বেডরুম না। প্রকৃতিকে প্রকৃতির মত উপভোগ করুন নিরবে। আপনাদের অতিরিক্ত চিল্লাচিল্লির কারনে বনের পশুপাখিরা বিরক্ত হয়। মনে রাখবেন এইটা পশুপাখীদের ঘর বাড়ী, আর আপনি তাদের মেহমান। তাই বনে নিরবতা বজায় রাখুন। বন্য প্রাণীর ক্ষতি হতে পারে এমন কার্যকলাপ থেকে বিরত থাকুন। সর্বপরি শহর থেকে নেওয়া ময়লা শহরে গিয়ে ফেলুন। বন পরিষ্কার রাখুন।

কি ভাবে যাবেন : ঢাকা থেকে সিলেটগামী যে কোন বাসে মাধবপুর। মাধবপুর থেকে লেগুনা বা রিজার্ভ অটো করে সাতছড়ি জাতীয় উদ্যান।

Post Copied From:Ashik Sarwar‎>Travelers of Bangladesh (ToB)

Share:

Leave a Comment