অদেখা পৃথিবী দার্জিলিং ভারত
কি বলব আর দার্জিলিং সম্পর্কে!!!!!বলার ও লেখার যোগ্যতা নেই দেখা ছাড়া।।।।।
#যাওয়া_আসা:
ঢাকা(৮ঘন্টা ৫০০ কি.মি ৫০০ টাকা ) – বেনাপোল ইমিগ্রেশন- বনগা রেলস্টেশন(২৫ মিনিট ৫ কি.মি ২০ রুপি) – শিয়ালদাহ স্টেশন (২ ঘন্টা ১০০ কি,মি ৫০ রুপি) -হাওরা বাস/ট্যাক্সি ২০ রুপি – শিলিগুড়ি (১২ ঘ ন্টা ৫০০ কি,মি,১৭০ রুপি) – দার্জিলিং (চাঁদের গাড়ি ৭০ কি মি পাহাড়ি রাস্তা ১৫০ রুপি -আসা-শিলিগুড়ি-বুড়িমারি১০০ কি.মি ২ ঘন্টা-চ্যাংরাবান্দা বর্ডার ক্রস – ৫৫০ কি.মি ১২ ঘণ্টা ৬০০ টাকা ঢাকা…..
#খাওয়া_দাওয়া:
ইসলামিয়া হোটেল মুসলিম হোটেল।খাবার মান অত্যন্ত ভাল।দামও কম।ভাত, কাবাব সব পাওয়া যায়।
আর মম তো খেতেই হবে।।।
#ঘুরাঘুরি:
ট্রেন আছে এটা সম্ভবত পৃথিবীর সবচেয়ে উচু জায়গায় অবস্থিত।।।গাড়ি রিজার্ভ করে যেতে হয়।।।অথবা দলের সাথে যাওয়া যায়।।।সাইদ ভাই নামে ১ জন আছে খুব ভাল নিজের গাড়ি আছে।১০/১২ টা স্থান আছে দেখার।
#নামাজ :
মুসলিম এলাকা আছে।। সুন্দর ৩টি মসজিদ আছে পাহাড়ের কোল ঘেষে।নাম বড় ও ছোট মসজিদ।আযান শোনা ও নামায আদায় করা যায়।।।
#হোটেল:
Hill charm Hotel..মসজিদের পাশেই
মালিক থেকে শুরু করে কর্মচারী সব মুসলিম ব্যবহার ও পরিবেশ অত্যন্ত ভাল…..
আর,
অসংখ্য ধন্যবাদ বিন্দাসের Redwan Khan ভাই কে যিনি হোটেল থেকে শুরু করে,জীপ গাড়ি, চ্যাংরাবান্দা বর্ডার ক্রস করার ক্ষেত্রে তথ্য দিয়ে আপন ভাই এর মত সাহায্য করে গেছেন।
Post Copied From:Shariful Islam Robin>Travelers of Bangladesh (ToB)