নাফ নদীতে যাত্রা পথে নিস্বর্গের ছোঁয়া
এই সময়টাতে নাফ নদী হয়ে সেন্টমার্টিনে যেতে যেতে আপনি নিস্বর্গের ছোঁয়া পাবেন,
নাফ নদীর পাশেই দেখবেন কুয়াশায় ঢাকা টেকনাফের পাহাড়ের সারি কয়েক স্তরে।
১৬ই ডিসেম্বর রাতে গিয়ে ১৭ই ডিসেম্বর সেন্টমার্টিনে থেকে ১৮তারিখ ফিরলাম,
৬জন ঘুরে আসলাম (চট্টগ্রাম থেকে) জনপ্রতি ৩০০০/টাকায়,
খরচ বেশি পড়েছে কারণ ফুল সিজন এটা।
আর আমরা গিয়েছিলাম “কেয়ারী ক্রুজ এন্ড ডাইন” এ জনপ্রতি ৮০০/ টাকা টিকেটে,
কেয়ারী সিনদাবাদ এ গেলে ৫৫০/ টাকায় যেতে পারবেন,
দুটো জাহাজই কেয়ারী ঘাট থেকে একসাথে ছাড়ে সকাল ৯:১৫মিনিটে।
আমার মনে হয় শীতকালে ডিসেম্বরের এই সময়টাই সেন্টমার্টিন ঘুরে আসার জন্য সেরা সময়।
বিঃদ্রঃ
নিজেতো কোন আবর্জনা বা প্যাকেট সেন্টমার্টিন বা নাফ নদীতে ফেলবেনই না,
বরং কাউকে ফেলতে দেখলে বুঝিয়ে নিষেধ করুন।
অনেককেই দেখেছি নদীতে/সাগরে চিপসের প্যাকেট পানির বোতল ছুঁড়ে ফেলছে,
অথচ জাহাজের আনাচে কানাচে ডাস্টবিন রাখা আছে,
এমনকি মাইকেও নিষেধ করা হয়।
প্রকৃতির সাথে নিজের বেডরুমের মত আচরন করুন,
প্রকৃতি সুন্দর রাখুন,
তা নাহলে এদেশে নীল পানির সৈকত খুঁজে পাওয়া যাবেনা আর।
আমাদের দেশীয় পানি/চিপসের মোড়ক ভেসে ভেসে অন্যদেশের সীমানায় গেলে বাংলাদেশকে আন্তর্জাতিক পরিবেশ আইনে জরিমানা করা হতে পারে,
তাছাড়াও একটা ইমেজের ব্যাপারতো থাকছেই।।
Post Copied From:Nazmul Abhie>Travelers of Bangladesh (ToB)