চর কুকরি-মুকরির বনে ক্যাম্পিং
প্রকৃতির অপার সৌন্দর্যের চর কুকরি মুকরি। ভোলা জেলায় এত সুন্দর কিছু আছে সত্যি আমার জানা ছিল না । নিঝুম প্রকৃতি, সবুজে ঘেরা চারদিক আর মুক্ত পাখ পাখালির দল আপনাকে গান শোনাবেই। পশুগুলো চরে বেড়ায় দিগন্তজোড়া মাঠজুড়ে মনে হয় যেন যত্নে আঁকা এক রঙ্গিন ক্যানভাস । এখানকার সমুদ্র সৈকতটিও বেশ পরিচ্ছন্ন ও নিরিবিলি। চর কুকরি মুকরির বনে যেসব প্রাণী দেখা যায় তার মধ্যে রয়েছে চিত্রা হরিণ, বানর, উদবিড়াল, শিয়াল প্রভৃতি। আর পাখি ও সরিসৃপ হিসেবে এই বনের অধিবাসীদের মধ্যে রয়েছে বিভিন্ন প্রজাতির বক, বন মোরগ, শঙ্খচিল, মথুরা, কাঠময়ূর, কোয়েল, গুইসাঁপ, বেজি, কচ্ছপ ও নানা ধরনের সাপ।
ট্যুর প্ল্যানঃ
১৩ ডিসেম্বর বূহপতিবার
সন্ধ্যা ৫.০০ টায় ঢাকার সদরঘাট থেকে ভোলার ঘোষের হাট উদ্দেশ্যে যাত্রা শুরু। সবাই সন্ধ্যা ৫.০০ টার মধ্যে চলে আসবেন।
১৪ ডিসেম্বর শুকবার
সকালে ভোলার ঘোষের হাট পৌছে সকালের নাস্তা করে সরাসরি যাবো চর কচ্ছপিয়া ঘাট। সেখান থেকে ট্রলারে করে যাবো চর কুকরি মুকরিতে। দুপুরবেলা খেয়ে আমরা বের হবো আসপাশ টা ঘুরে দেখার জন্য এবং ওই দিন রাতে কালীর চরে থাকবো এবং এর পাশে যেখানে তাবু টানানোর মতো উপোযোগী সেইখানেই ক্যাম্প করবো । তার মানে দুই রাত দুইটাা দ্বীপে থাকা যেখানে জনবসতি নেই ।
১৫ ডিসেম্বর শনি বার :
সকালে সূ্র্যোদয় দেখে এলাকা ঘুরে নাস্তা করে নৌকা এলে আমরা প্রথমে তারুয়া সৈকত। এক ঘণ্টার ওপরে ছুটে চলবে আমাদের ইঞ্জিন নৌকা। এখানেও ভালো লাগার বিশাল ঝাঁপি মেলে বসে আছে প্রকৃতি। সৈকতে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে ছবি তুলে সমুদ্রের পানিতে পা ভেজাবো। এখান থেকে আমাদের শেষ গন্তব্য সোনার চর এখানে রাতে তাবুতে থাকা হবে । তার মানে দুই রাত দুইটাা দ্বীপে থাকা যেখানে জনবসতি নেই । রাতে হবে বারবিকিউ পার্টি এবং ফানুস উড়ানো
১৬ ডিসেম্বর রবিবার :
পরদিন আবার একই পথে ভোলা ফিরে শেষ বিকেলের লঞ্চে ঢাকার পথ ধরবো।
১৭ ডিসেম্বর সোমবার :
ভোরবেলা সুন্দর কিছু সুখস্মৃতি নিয়ে আমরা ঢাকায় পৌছাবো ইনশাআল্লাহ।
ভ্রমণের খরচঃ ৪২০০ টাকা (কম বেশী হতে পারে)
টাকা পাঠানোর শেষ তারিখ: ৮ ই ডিসেম্বর ২০১৮।
এই খরচে যা যা পাচ্ছেনঃ
১। সকল ধরনের পরিবহন খরচ।
২। ১৩ রাত থেকে ১৬ ডিসেম্বর রাতে থাকা, সকালের নাস্তা, দুপুরের খাবার, শুকনো খাবার, রাতের খাবার।
৩। বার বি কিউ।
৪। গাইড খরচ।
৫। লাইফ জেকেট ।
৬। স্লীপিং ব্যাগ ।
৭। তাবু ।
ইভেন্ট খরচের সাথে যা যা অন্তর্ভুক্ত নয়ঃ
১। ব্যক্তিগত খরচ।
২। প্রয়োজনীয় ঔষধ।
—যা যা সাথে নিতে হবে —
১.পানিতে চলার উপযোগি জুতা বা স্যান্ডেল
২. সানগ্লাস, হ্যাট, সান ক্রিম
৩. ছাতা, রেইনকোট, রেইন কভার
৪. গামছা
৫. পানির বোতল
৬. প্রয়োজনীয় ঔষধ
৭. হালকা ব্যাক-প্যাক
কনফার্ম করার নিয়মাবলীঃ
যারা যারা যেতে আগ্রহী তারা অবশ্যই ২০৪০ টাকা (খরচ সহ) বিক্যাশে জমা দিয়ে নিজ নিজ আসন কনফার্ম করতে পারেন। বুকিং মানি অবশ্যই অফেরতযোগ্য, তবে আপনার রিপ্লেসমেন্ট কাউকে পেয়ে গেলে অবশ্যই ফেরত পাবেন।
বিক্যাশ নম্বরঃ ০১৮১৯-১০৫৫৭৮, ০১৭১২৯২১৯৬০ (পারসোনাল)
বিক্যাশে টাকা পাঠানোর পর অবশ্যই
*** আপনি আমাদের ইভেন্ট পেজে আপনার Transaction ID সহ একটা কমেন্ট করে কনফার্ম করবেন অথবা
*** ০১৭১২৯২১৯৬০ রিমন ভাই কে ফোন / মেসেজ পাঠিয়ে জানাতে পারেন
(উপরের ২টির ১টিও না করলে আপনার আসন কনফার্ম হবে না) অথবা
*** সরাসরি দেখা করে হাতে হাতে টাকা জমা দিয়েও কনফার্ম করতে পারেন।
মনে রাখবেন এটা কোন প্যাকেজ ট্যুর নয়। যেকোন ধরনের সমস্যা মেনে নেয়ার মন মানসিকতা থাকতে হবে। যারা আরাম করার জন্যে কোন ট্র্যাভেল ইভেন্ট খুঁজছেন তাদেরকে সবিনয়ে এই ইভেন্ট থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। এটা কিছুটা এক্সট্রিম ইভেন্ট।
*** যেহেতু রাত্রি যাপন করার মত কোন উন্নত মানের হোটেল নেই, কাজেই রাতে থাকার ব্যবস্থা তাবুতে রাত্রিযাপন করা হবে, যেখানে ফ্লোরিং করে থাকতে হবে তবে তাবু স্লীপিং ব্যাগ আমরাই সরবরাহ করবো।
*** ২ দিন থাকার মত হালকা জামা কাপড়, গামছা নিবেন সাথে।
*** ক্যাপ, সানগ্লাস,
*** প্লাষ্টিকের স্যান্ডেল Pegasus / Pearsons (গুলিস্তানের ফুটপাথ অথবা যেকোন এডভ্যাঞ্চার সপ
*** প্রয়োজনীয় মেডিসিন। (পেইন কিলার, মাসেল রিল্যাক্সেন্ট, ম্যালেরিয়ার প্রতিষেধক, ওরস্যালাইন)
যে কোন প্রয়োজনে যোগাযোগঃ –রোমান ভাই ০১৮১৯১০৫৫৭৮ রিমন ভাই ০১৭১২৯২১৯৬০ রাফিয়া আপু ০১৯২৮৫৬৪১৪