কক্সবাজার & সেন্টমার্টিন ভ্রমণ সম্পর্কিত কিছু উপদেশ আর সর্তকতা

ভ্রমণ সম্পর্কিত কিছু উপদেশ আর সর্তকতা ঃ

১) প্রথমেই বলে নেই যে কমন ছুটি তে বেড়াতে গেলে খরচ নরমালের তুলনায় ২গুন বা ৩ গুণ ও হতে পারে।
চাইলে ঢাকা থেকে ৫/৬ হাজারের মধ্যেও ঘুরে আসতে পারেন আবার ৯/১০ হাজারের মধ্যেও ঘুরে আসতে পারেন।

২)সেন্টমার্টিন যাওয়ার জন্য জাহাজের টিকেট আগেই কেটে রাখা ভালো না হলে স্ট্যান্ডিং টিকেটও তিনগুন বেশি দিয়ে নিতে হয়।

৩) অবশ্যই চেষ্টা করবেন পূর্ণিমাতে যাওয়ার, তাহলে দিনের সৌন্দর্যের সাথে রাতের স্নিগ্ধতাও খুব ভালভাবে উপভোগ করতে পারবেন।

পড়ন্ত বিকেলে দারুচিনি দ্বীপ থেকে সাইকেল চালিয়ে সূর্য ডুবা দেখতে দেখতে মেইন বীচে গিয়ে দেখবেন বিশাল একটা চাঁদ। অসম্ভব রকমের ভালো লাগবে।

৪) সাথে বাচ্চাকাচ্চা থাকলে কক্সবাজারের রেডিয়্যান্ট ফিস ওয়ার্ল্ডে ঘুরে আসতে পারেন। অার না থাকলে সেখানে না যাওয়াই ভালো,কারণ ৩০০ টাকার টিকেট কেটে ওখানে না গিয়ে সমুদ্রের পারে দাঁড়ালেও এর থেকে ভালো লাগবে।

৫) দিনের বেলায় সূর্যের প্রখরতা অনেক বেশি থাকে তাই চেষ্টা করবেন সাথে ছাতা আর সানব্লক ক্রিম রাখতে।

৬)কক্সবাজার এ আপনি একদিনে হিমছড়ি পাহাড়, ঝর্ণা,পাটওয়ারটেক ঘুরে আসতে পারেন আার এই রোডেই প্যারাসেইলিং এর সুযোগ পাবেন- ১৫০০ টাকা জনপ্রতি খরচ- সাহস আর বাজেট থাকলে মিস করবেন না- ভালো লাগবে – তবে বাতাস কম থাকলে প্যারাসেইলিং করায় না,এমনিতে বিকাল ৫ টা পর্যন্ত খোলা থাকে। আর সারাদিন যেখানেই থাকেন না কেন সন্ধ্যায় অবশ্যই লাবণী বা ইনানি বীচে থাকবেন- অতল সমুদ্রে সূর্যাস্ত দেখার জন্য।

৭) সেন্টমার্টিন গেলে অবশ্যই ছেঁড়া দ্বীপে যাবেন। টেকনাফ থেকে জাহাজ দিনে একবারই ছাড়ে সকাল ৯ টায় আর সেন্টমার্টিন থেকে দিনে একবারই জাহাজ ছাড়ে বিকাল ৩ টায়। ওখানে এক রাত না থাকলে যাওয়াই বৃথা।

ঘুরার জন্য আগে থেকে অনলাইনে বুকিং দিতে পারেন-বুকিং.কম থেকে। আপনার বাজেট অনুযায়ী সার্ভিস পছন্দ করে নিতে পারেন।

৮) আর হ্যা,পরিবেশের ভারসাম্য রক্ষায় সমুদ্রে বা বীচে কেউ চিপসের প্যাকেট বা নোংরা ফেলবেন না ।

Share:

Leave a Comment