ঢাকা টু ডাউকি ,ডাউকি টু শিলং ,শিলং টু শিলিগুড়ি এবং শিলিগুড়ি টু গ্যাংটক ( ঈদের ২য় দিন থেকে ৮ম দিন )

প্রথমে বলে নিচ্ছি গ্রুপে কোন এক ভাই পোস্ট দিয়েছিল রুট প্লান ..উনার কাছ থেকে ইন্সপায়ার হইয়া প্লান করছি…এছাড়া ও আমার ভিসা করা আছে ডাউকি পোর্ট দিয়ে ….আম রা তিন আছি …ঈদের ২য় দিন রাতে রউনা হব ইনশাআল্লাহ্‌ ..এর আগে অবশ্য আমরা মেঘালয় ঘুরে আসছি..যাই হউক আমাদের রুট প্লান বিস্তারিত :

1. ঈদের ২য় দিন রাত 10 টায় ইউনিক পরিবহন এ সিলেট কদমতলী ..ভোর 5 টায় পৌছাব ইন শা আল্লাহ
2.৩য় দিন সকালে ডাইরেট বাস এ তামাবিল বর্ডার ..30 মিনিট এর ইমিগ্রাশন শেষে ডাউকি বাজার ..এর পর লোকাল জিপ অথবা রিজার্ব টেক্সি নিয়া শিলং আঞ্জলী বাস স্টান্ড ….বাস স্টান্ড থেকে স্লিপার ভলভো তে শিলিগুড়ি ( 567 কি .মি)
3.৪র্থ দিন শিলি গুড়ি থেকে নাস্তা করে বাস বা কার করে রাংপো পারমিট অফিস হয়ে দেওরালী স্টান্ড .. তারপর অই খান হতে কার এ করে গ্যাংটক (116 কি.মি)
এরপর হোটেল এ রাত্রী যাপন
4. ৫ম দিন গ্যাংটক থেকে সাং গু এর পর সাইট সিন গ্যাংটক
5.৬ষ্ট দিন গ্যাং টক টু লাচুং ইয়ামতাং এর গাড়ি হোটেল ফুড প্যাকেজ এজেন্সির মাধ্যমে ( রাত্রীযাপন)
6. ৭ম দিন শিলিগুড়ি এবং শিলি গুড়ি টু শিলং .. ( রাত্রীযাপন)
7. ঈদের ৮ম দিন শিলং টু ডাউকি টু সিলেট টু ঢাকা
8. ঈদের ৯ম দিন ঢাকা
বি.দ্র. বাজেট পার পারসন 15 হাজার (বেশি হবে না এর থেকে আর ও কম হবে ..যত মানুষ তত কম)

Source: Tutul Ahmed Ajhor‎ <ToB Helpline

Share:

Leave a Comment