সাংস্কৃতিক দিক থেকে সমৃদ্ধ ভারতের ৭ টি শহর

ভারত মানেই শত সহস্র বিস্ময়ে পরিপূর্ণ এক দেশ। অনেক ভ্রমণকারীর মত পুরো ভারত ভ্রমণ হয়ে গেলে গোটা বিশ্ব ভ্রমণের স্বাদ পাওয়া যায়। ভারত ভৌগলিক দিক থেকেই বিশাল এক দেশ। এটি আকারে যেমনি বিশাল তেমনি আচারে অনুষ্ঠানে এবং হাজারও বিভিন্নতার মিশেলও ঘটেছে দেশটিতে। পৃথিবীর অন্যতম সাংস্কৃতিক ভাবে সমৃদ্ধ এই দেশটিতে বহু সংস্কৃতির মিলন দেখতে পাওয়া যায়। এখানে প্রতিটি রাজ্যের মানুষের আচার ব্যবহার আলাদা। ভারতের এমনি সেরা সাত সাংস্কৃতিক জায়গা নিয়েই আজকের আয়োজন।

১.ভুবনেশ্বর এবং পুরী

আকর্ষণীয় সব মন্দিরের জন্য ভারতের অন্যতম বিখ্যাত জায়গা হল ভুবনেশ্বর। এখানে রয়েছে প্রায় ৭০০ এর অধিক মন্দির। একাদশ শতকের লিঙ্গরাজ মন্দির, দশম শতাব্দীর মুক্তেশ্বর মন্দির এখানকার সবচাইতে চমৎকার মন্দির, এবং কোন মন্দিরবিহীন অনবদ্য রাজারানি মন্দির। এছাড়াও পুরীর সমুদ্রের ধারে রয়েছে জগন্নাথ দেবের মন্দির। এখানে আয়োজিত রথযাত্রা পুরো ভারত জুড়ে বিখ্যাত। তবে সবচেয়ে নিখুঁতভাবে খোদাই করা মন্দিরটি হল কোণার্ক মন্দির। একটি বিশাল রথের আকারে তৈরি এই মন্দিরটি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত।

২. ভোপাল

ভোপাল ভারতের এক বিখ্যাত এলাকা। ব্যস্ত পুরোনো বাজার এবং সুন্দর মসজিদের পুরোনো ভোপাল শহর আপনাকে মুঘলদের সময়ে নিয়ে যাবে। মুঘলরা এখানে তৈরি করেছে অসাধারণ সব নিদর্শন। এখানকার গুরুত্বপূর্ণ একটু মসজিদ হল মোতি মসজিদ, যেটি স্থাপত্যের দিক দিয়ে দিল্লীর জামা মসজিদের অনুরূপ। যেটি মূল শহর থেকে ৪০ কিলোমিটার বাইরে ভীমবেটকা এলাকায় অবস্থিত। প্রাচীন রক শেলটার এবং পেণ্টিং এর জন্য বিখ্যাত এটি একটি বিখ্যাত প্রত্নতাত্ত্বিক সাইট।

৩. ফোর্ট কোচি

‘গড’স ওন কান্ট্রি অফ কেরালা।’ – প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ ভারতের এই শহরটি নিয়ে বিখ্যাত একটি লাইন এটি। শহরের ব্যাকওয়াটার থেকে শুরু করে পুরোনো বীচ সর্বত্র অসাধারণতা দেখতে পাওয়া যায়। তবে এখানকার সেরা জায়গাটি হল কোচি দুর্গ। পর্তুগীজ ধাঁচে গড়ে উঠা এই শহরটিতে আপনি সহজেই ঘুরে ঘুরে দেখে নিতে পারবেন সব কিছু। গতানুগতিক ধারার বাইরের শহর বলে এখানে সব কিছুই ভ্রমণ প্রেমীদের আনন্দ দেবে।

“সাংস্কৃতিক দিক থেকে সমৃদ্ধ ভারতের ৭ টি শহর”

৪. মাইশোর

প্রাসাদের শহর বলেই ভারত জুড়ে পরিচিতি রয়েছে মাইশোরের। মাইশোরের দুটি গর্বের বিষয় হল কারুকার্যখচিত মাইসোর প্যালেস, যেখানে রয়েছে একটি আকর্ষণীয় মিউজিয়াম। যেটু সন্ধেবেলা হাজার হাজার আলোর রশনীতে এক অদ্ভুত সৌন্দর্য উপস্থাপন করে। আর অন্যটি হল বিখ্যাত জগমোহন প্যালেস। যদিও এটিকে এখন একটি আর্ট গ্যালারি বানিয়ে দেওয়া হয়েছে। এই শহরে আরও পাঁচটি অসাধারণ প্যালেস, অনেক গুলো লেক, গার্ডেন এবং মন্দির রয়েছে।

৫. কোলকাতা

ভারতে এমন কোন শহর যদি থেকে থাকে যাকে এক কথায় গ্র্যান্ড ডেম বলা যায় তাহলে সেটি হল কোলকাতা। কোলকাতার অতীত জানতে হলে ঘুরতে হবে ভিক্টোরিয়া মেমোরিয়াল, সেন্ট. পল’স ক্যাথ্রিডাল এবং গ্রীক ও রোমান স্থাপত্যের মেলবন্ধনের নিদর্শন রাইটার’স বিল্ডিং। কলকাতার চন্দন নগরের প্রাচীন ফরাসী কলোনিতে রয়েছে প্রচুর সুন্দর সুন্দর বাড়ি, মনুমেন্ট এবং নদীতীরবর্তী স্ট্যান্ড।

৬. জয়পুর

গোলাপী শহর বলে খ্যাত জয়পুর অসাধারণ সমস্ত প্যালেস এবং মনুমেন্টে ভরপুর। শহরের বাইরে প্রাত ১১ কিলোমিটার দূরে বিশালাকার আম্বর ফোর্ট এখানকার একটি মূল আকর্ষণ। বিশেষ করে এর সুসজ্জিত প্রবেশ-তোরণ, জটিল জাফরির কাজ এবং বিশাল শীষ মহলের জন্য এটি প্রশংসিত। এছাড়াও হাওয়া মহল, সিটি প্যালেস, নানান বাজার পায়ে হেঁটে ঘুরে দেখতে পারবেন। এই শহরটি ব্লক প্রিন্টিং ইন্ডাস্ট্রি এবং রঙ-বেরঙের বন্ধনীর কাজের জন্য বিখ্যাত।

৭. উদয়পুর

রোমান্টিক লেকের শহর উদয়পুর সবচেয়ে ভালভাবে দেখা যায় লেক পিচোলাতে নৌকায় চড়ে। এই সৌন্দর্যের ওপর আরও সংযোজন হল সিটি প্যালেস কমপ্লেক্স এবং লেকের মাঝে অবস্থিত অসাধারণ জগ মন্দির। লেকের পাশে গঙ্গার ঘাটের বগোড়ী প্যালেসও অসাধারণ। সন্ধ্যাবেলা এখানে লোকনৃত্য পরিবেশিত হয়। উদয়পুর থেকে হিল স্টেশন মাউন্ট আবু একদিনে ঘুরে আসতে পারবেন, এখানে দেখতে পাবেন দিলওয়ারা টেম্পলের মার্বেল পাথরের অদ্ভুত সূক্ষ্ম খোদাইকার্য।
source: https://travelbd.xyz/বিশ্ব-ভ্রমণ-ভারতের-সাংস্/

Share:

Leave a Comment