একমেবাদ্বিতীয়ম
রাজা রামমোহন রায় এর ব্রাহ্মসমাজ যে আজতক টিকে আছে, এমনকি এই খোদ ঢাকাতেই তা আমরা কয়জন জানি। অথচ কি মনোরম প্রাসাদসম কার্যালয়সহ বহাল-তবিয়তেই আছে। ১৯২৬ সালের কোন একদিন এই বারান্দায় চায়ের কাপ হাতে দাঁড়িয়ে উদাস চোখে বুড়িগঙ্গাপানে তাকিয়ে ছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলার কবিশ্রেষ্ঠ জীবনানন্দের বিবাহও হয়েছিলো এই ব্রাহ্ম মন্দিরে ব্রাহ্ম রীতিতে।