রাজারাম মন্দির (রাজৈর, মাদারীপুর)

খালিয়া শান্তিকেন্দ্রের ভিতরেই অবস্থিত এই মন্দিরটি। এই মন্দিরটির নির্মাণশৈলী বেশ চমৎকার। অনুমানিক ১৮২৫ খ্রিস্টাব্দে নির্মিত এই মন্দিরটি এই অঞ্চলের অন্যতম প্রাচীন মন্দির। তৎকালীন জমিদার ও কালীসাধক রাজা রাম নিজের পূজো আর্চনা করার জন্য মন্দিরটি নির্মান করে। মন্দিরের টেরাকোটায় ফুটিয়ে তোলা হয়েছে রামায়ন মহাভারতের বিভিন্ন দৃশ্যাবলী নিপুণ দক্ষতায়। এছাড়াও রয়েছে বিভিন্ন পশুপাখি, ফুল-লতা,