#যাবেন_যেভাবে : গুলিস্তানে এসে মোগরাপাড়া গামী বাসে উঠুন. খুব সম্ভবত স্বদেশ বাস, বোরাক বাস, দোয়েল বাস এখানে আসে. আরও আছে, তবে নাম মনে নাই. ভাড়া ৫০/- এর উর্ধ্বে নয়. মোগড়াপাড়ায় নেমে রিকশা বা অটোরিকশা করে ২০/১৫ টাকায় আসতে পারবেন সোনারগাঁও. টিকিট কেটে ভিতরে প্রবেশ করবেন. ভিতরে আর কোথাও টিকিটের প্রয়োজন হবেনা. সোনারগাঁ গেট
ঢাকা থেকে একদিনের টুরে সবচেয়ে উপযুক্ত জায়গা আমার কাছে এটা মনে হয়েছে। রুট: ঢাকা- সোনারগাঁ - পানাম সিটি- ঋষিপাড়া- বৈদার বাজার- মেঘনা নদীতে নৌকা ভ্রমন- নদীপার হয়ে নলচর। অনেক অনেক ফসলি জমি আছে চরে, অসম্ভব সুন্দর। আর অব্যশই সন্ধ্যার আগেই বেক করা লাগবে চর থেকে, নৌকা রিজার্ভ নিলে ৫০০(+/-) লাগে ২ ঘন্টার
যাতায়াত: গুলিস্তান স্ট্যাডিয়ামের পাশ থেকে দোয়েল/স্বদেশ/বোরাক গাড়িতে করে মোগড়াপাড়া। ভাড়া ৪৫/৫০ টাকা। মোগড়াপাড়া হতে রিক্সায় পানাম নগর। ভাড়া ২০/২৫ টাকা। এখানে আরও ঘুরতে পারেন লোক ও কারুশিল্প যাদুঘর,গিয়াসউদ্দিন আযম শাহ এর মাজার, গোয়ালদী শাহী মসজিদ ইত্যাদি। বুধবার ও বৃহঃস্পতিবার বন্ধ থাকে