Xitang-Water City

রাবরের মতই ভালো লাগে নতুন সব জায়গাই ঘুরে বেড়াতে আর সেটা যদি হয় চায়নার পুরনো কোনো শহরে তাহলে ত আর কথাই নাই। তেমনি গত মাসে একটা সুযোগ হয়েছিলো ছিতাং ওয়াটার টাউট ঘুরার আর আমিও সেটা হাতছাড়া করতে পারলাম না 😂 প্রতি বছরের এই সময় চায়নার মোটামুটি সব প্রদেশ থেকে এখানে সপরিবারে সবাই ঘুরতে