ব্রহ্মপুত্র নদ
স্থান: উদীচি চত্বর, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
যেভাবে যাবেন:
১. ঢাকা থেকে বাসে মাসকান্দা, তারপর অটোতে/রিক্সায় বাকৃবি।
২. ঢাকা থেকে ট্রেনে ময়মনসিংহ, তারপর অটোতে/ রিক্সায় ব্রীজ এর মোড় দিয়ে বাকৃবি।
বাকৃবিতে ঘোরার মতো আরও অনেক জায়গা আছে, তন্মধ্যে বোটানিক্যাল গার্ডেন, আমবাগান, কৃষি মিউজিয়াম ঘুরতে পারেন।
বি.দ্র: বাকৃবি কিংবা কৃষি বিশ্ববিদ্যালয় বললে রিক্সা/অটো নাও চিনতে পারে, তাই “ভার্সিটি” শব্দটির ব্যবহার করুন।
Post Copied From:Masud Rana>Travelers of Bangladesh (ToB)
Tags: