অপু ঝর্ণা খাগড়াছড়ি

উচ্চতাঃ আন্দাজ ৬৫ ফিট হতে পারে
অপু ঝর্ণা খাগড়াছড়ির রিসাং ঝর্ণার ডাউন স্ট্রিমের ঝর্ণা। সহজে যাওয়া যায় বলে রিসাং এর নাম এতো ছড়িয়েছে যে অপু ঝর্ণার খোঁজ খুব কম মানুষেই রাখে। অবশ্য রিসাং খুব হার্ডকোর ট্রেকারদের আরাধ্য না বলেই অনেকেই একে এড়িয়ে যান আর এমনিতে যারা যেয়ে থাকেন, পথ বেশ দুর্গম বলে, তারাও এড়িয়ে যান!
দুর্গম বলতে পথ বলতে ঝোপের মাঝ দিয়ে পায়ে চলা পথের নিশানা, ব্যস এইটুকুই, কিছু জায়গায় রীতিমত লাফিয়ে এক মানুষ সমান উঁচু ধাপ নামতে হয়, পা মিস হলেই খাঁদে।
পাহাড় বেয়ে নেমে যেতে আপনি এসে দাঁড়াবেন পাহাড়ি ঝিরির ত্রিমোহনাতে। আমরা যখন যাই, সাথে গাইড ছিলোনা, আমরা প্রথমে এক ঝিরি ধরে এগিয়ে নিশ্চিত হই, এ পথে অপু নেই, দ্বিতীয় পথেও অনেকদূর এগিয়ে নিশ্চিত হই এই ঝিরিতেও অপু নেই, তৃতীয় শেষ পথেই অপু খুঁজে পাই।
যেভাবে যাবেনঃ প্রথমেই আসতে হবে খাগড়াছড়ি জেলায়, সেখান থেকে সিএনজি কিংবা চান্দেরগাড়িতে চেপে আসতে হবে রিসাং ঝর্ণার এখানে। রিসাং ঝর্ণায় নামার সিড়ির আগে থেকে একটা পায়ে চলা পথ নেমে গেছে নিচের দিকে, এ পথেই অপু ঝর্ণা, ভালো হয় রিসাং এর কাছে থাকা দোকান থেকে কাওকে নিয়ে গেলে, শ খানেক টাকা দিলেই হবে তাদের।

Share:

Leave a Comment