অল্প সময়ে স্বল্প খরচে চট্টগ্রাম জেলার বাঁশখালী ভ্রমণ

এই ইটপাথরের শহরের বাহিরে গিয়ে কে না চাই মনের প্রশান্তি নিতে? কেউ চাই পাহাড়,কেউ আবার সমুদ্র সৈকত। আর যদি পাহাড় সাগর দুটোই উপভোগ করা যায় আর তো কথাই নেই।

কথা বলছিলাম,চট্টগ্রাম জেলার বাঁশখালী থানার।যার প্রবেশ পথেই পুকুরিয়া চা বাগান, প্রধান সড়কপথ পাহাড় ঘেঁষে যা প্রকৃতি প্রেমিদের মনোমুগ্ধকর।

শুধু চা বাগান দেখেই কি মন ভরে? তার কিছু পথ পাড়ি দিলেই বাংলাদেশের ৩য় সমুদ্র সৈকত বাঁশখালী সমুদ্র সৈকত।

যারা চাকরি, ব্যবসা করে পরিবার, বন্ধুদের নিয়ে কক্সবাজার, রাঙ্গামাটি,বান্দরবন যাওয়ার সময় হাতে নিতে পারছেন না অথবা স্টুডেন্টস বন্ধুরা যারা একদিনের ভ্রমণের পিপাসু তাদের জন্য অল্প সময়ে স্বল্প খরচে দারুণ এক উপভোগ্য ভ্রমণের জায়গা বাঁশখালী।

খরচেরখাতা : চট্টগ্রাম শহর,শাহ আমানত ব্রীজ থেকে,
বাঁশখালী সমুদ্র সৈকতে আসা-যাওয়া গাড়িভাড়া জনপ্রতি,
সিএনজি -২৫০৳
বাস – ২০০৳

চট্টগ্রাম শহর থেকে মাত্র দুই ঘন্টার পথে ঘুরে আসুন আপনজনের সাথে বাঁশখালী সমুদ্র সৈকতে।

Source: Ashraf Uz Zaman‎ <Travelers Of Bangladesh (TOB)

Share:

Leave a Comment