আমার সাজেক ট্রিপ’১৭
ন ০:Shamoly Paribahan এর টিকেট আগের থেকেই কেটে রেখেছিলাম ১৯ তারিখ রাত ১১ টার বাস কল্লানপুর থেকে,ভাড়া-৫২০ টাকা।কাউন্টার এ ১০.২৫ এ যাই আমরা ৫ জন যেয়েই শুনি খাগড়াছড়ির বাস যাবে নাহ হরতাল এর কারণে,একটু পর বলে ১০.৩০ একটা বাস ছাড়বে কলাবাগান থেকে কিন্তু আপ্নারা ধরতে পারবেন নাহ,তখন আমরা একটু জোর গলায় কথা বলার পর কলাবাগান কাউন্টার এ ফোন দিয়ে বলে আমরা ৫ জন আসার পর যেন বাস ছাড়ে,পরে আমাদের বলে অই কাউন্টার এ চলে যান,পরে আবার একটু জোর গলায় কথা বললাম যে আপনারা CNG ঠিক করে দিবেন আর ভাড়া ও আপনারা দিবেন পরে তাই এই করল তারা।CNG তে উঠে মামা কে বললাম খালি টান এর উপর থাক,পরে কলাবাগান যেয়ে ৯০১নং কোচ এ উঠলাম,বাস ভালই ছিল,সিট আরামদায়ক আর লেগ স্পেস জোস।হোটেল বিরতি তে হালকা পাতলা নাস্তা করলাম পরে সকাল ৮ তায় খাগড়াছড়ি শাপলা চত্তর এ নামলাম।
♥দিন ১:বাস থেকে নামার পর সব ড্রাইভাররা ঘিরে ধরল।মামা সাজেক যাবেন নাকি,পরে বললাম মামা আমরা ৫ জন,৩ টা বাইক নিব,চাদের গাড়ি তে যাওয়ার কোন প্লান ছিল নাহ,পরে একটা লোকাল চাদের গাড়ি তে করে দিগিনালা যাই।ভাড়া-৫০(জন প্রতি)।অই দিক এ যেয়ে ১ম এ চাদের গাড়ি খুজতে লাগলাম পরে একটা পেয়ে গেলাম,ভাড়া মাত্র ৫০০০ হাজার।(ড্রাইভার এর থাকা,খাওয়া উনার এই,আমাদের দেয়া লাগে নাই)।গাড়ি বিশাল বড় আর আমরা ৫ জন জমিদার এর মত গিয়েছি,পায়ের উপর পা তুলে।পরে বাগাইহাট যেয়ে আর্মি দের কাছে নাম এন্ট্রি করে সাজেক এর উদ্দেশ্য রওনা দিলাম ১০.৩০ Escort এ,বাগাইহাট এ সকাল এর নাস্তা করেছি আর দুপুরের ভাত ও অই হোটেল থেকে নিয়েছি।মুরগি,ভাত,সবজি,সালাদ,ভরতা ১০০ টাকা করে(রান্না ভালই যারা ঝাল পছন্দ তাদের জন্য মাক্ষন)।বাগাইহাট ক্রস করার পর আমরা অবাক হয়ে গেলাম পাহাড়ি আকা বাকা রাস্তা দেখে,পরে সাজেক পোউছালাম,আগের থেকে মেঘ মাচাং বুকিং দিয়ে রেখেছিলাম।রুম ভাড়া-২৫০০ টাকা।মাচাং এর বারান্দাটা একটা জিনিস এই,এরকম ভিউ আর কোন হোটেল এর বারান্দা থেকে দেখা যাবে কিনা সন্দেহ(আমার মত এ)।দুপুর এ ফ্রেশ হয়েই সবার বারান্দাই খেতে বসলাম,আহ কি শান্তি এমন পাহাড় এর উপর বসে খাওয়া দাওয়া করার,পরে খাওয়া শেষ এ আড্ডা দিলাম অনেকক্ষন পরে বিকাল এ বের হলাম সবাই কংলাক পাড়া যাওয়ার জন্য,অই এলাকাটা রুইলই পাড়া থেকে ২০০ ফিট উপরে(মনে হয়)অই দিক এ ঘুরাঘুরি করে সন্ধায় হোটেল এ আসলাম,পরে হালকা নাস্তা করলাম,সাজেক এর রান্না এতই বাজে যে আমরা কেও ঠিক মত খেতেই পারলাম নাহ,পরে প্লান করলাম খাগড়াছড়ি যেয়ে Grand Dinner হবে এই দিকে নরমাল খাবার এই খাব,রাত ৯ তায় বের হলাম এক দোকানে দেখলাম পরোটা ভাজতেসে,অই দিক এ যেয়ে পরোটা,ডিম,মুরগির শিক কাবাব,ভাজি নিলাম।মুরগির শিক কাবাব ১০০ টাকা একদম ছোট।খেয়ে কোন মজাই পেলাম নাহ,পরে হোটেল যাওয়ার সময় কোক কিনতে গেলাম ১ লিটার এর দাম ৮০ টাকা পরে কি আর করার নিতে হল,রাত এ আবার আড্ডা শুরু রুম এর লাইট অফ করে সবাই বারান্দায় গান এর আসর জমালাম,উপরে তারা গুলা অনেক সুন্দর লেগেছে দেখতে,রাত ১ টায় ঘুমাতে গেলাম,আমাদের রুম এ জানালা ২ পাশে ছিল আর সামনে পুরাটা গ্লাস এর,আমি গ্লাস এর পাশেই ঘুমাই।
♥দিন ২: সকাল ৫ তাই উঠে দেখি অন্ধকার কিন্তু হালকা আলো,উঠে লাফ দিয়ে বারান্দায় গেলাম একলাই,কাও কে ডাক দেই নাই ইচ্ছা করে একা একা বসে থাকার শান্তি টা বলে বুঝানু যাবে নাহ পরে ১৫ মিনিট পর সবাই কে ডাক দিলাম,সবাই উঠে বারান্দায় যেয়ে দেখে মেঘ জমে আছে আর আলো বারতেসে,এতই ঠা ন্ডা ছিল যে আমরা সবাই কম্বল জড়িয়ে বসে ছিলাম চুপ করে,সকাল ৮ তা বাজে পায়ের নিচে মেঘ আর মেঘ আমরা সকাল নাস্তা করতে গেলাম সেই এক দোকানেই,খেয়ে দেয়ে আবার হোটেল এ আসলাম এসে যা দেখি সবাই একসাথে বলে উঠসি যে সাজেক আসাটা সফল আমাদের,মেঘ আমাদের রুম এর ভিতর ঢুকে গিয়েছিল,পরে বারান্দায় বসে ছিলাম,মেঘ গুলা এতই জোস কি আর বলব,অনেকক্ষন ছবি তুলে আমাদের গাড়ি এসে পরল,পরে হাজাছরা ঝরনায় গেলাম গোসল করে খাগড়াছড়ি যেয়ে দেখি একটা বাস এর ও সামনের সিট নেই সব একদম পিছে,পরে সেন্ট মারটিন এসি তে যেয়ে দেখলাম মাঝামাঝি সিট আছে,পরে এক বন্ধু বলল এই বাস এই যাবে পরে আমি বললাম আর ১০০ টাকা বারালেই হানিফ RM2 এ যাওয়া যাবে,পরে তাই এই করলাম রাত ৯ তার টিকেট নিলাম,একদম পিছনের সিট,RM2 তাই বাস অনেক আরামদায়ক আবার B.class,পিছনের সিট এ বসার পর ও খারাপ লাগে নাই।ভাড়া -১০০০ টাকা।রাত এ খেয়ে দেয়ে বাস এ উঠলাম,উঠেই এক ঘুম দিলাম হোটেল এ নামলাম নেমে ফ্রেশ হয়ে একটু চা খেয়েই আবার বাস এ উঠে এক ঘুম এ ঢাকায়,সকাল এ টেকনিকেল নামায় দিল আমাদের।এইভাবে একটা সুন্দর ট্রিপ সমাপ্ত করলাম।
*যারা সাজেক যাবেন তারা একবার হলেও মেঘ মাচাং এ থাকবেন এর মত সুন্দর সকাল আর ভিউ কোন হোটেল এ দেখি নাই সাজেক এর।
আর এলাকার মানুষ দের সাথে ভাল ব্যবহার করবেন তাহলেই তারা আপনাকে সম্মান দিবে,আর অই দিক এর মেয় দের সাথে অনেক এ
দেখলাম মজা করে বা অশ্লীল ভাষায় কথা বলে দয়া করে কেও এইটা করবেন নাহ।আর ময়লা ফেলে পরিবেশ নষ্ট করবেন নাহ,ধন্যবাদ।
Nothing is Better than Travelling💚
#Happy_Travelling
#Love_Travelling
POst Copied From:Nafizul Saad>Travelers of Bangladesh (ToB)